মরন গেম ব্লু হোয়েলে , মৃত সুতির এক যুবকের ,


সুতি ১৯ নভেম্বর :-  মরন গেম ব্লু হোয়েলে আসক্ত, মৃত  সুতির এক  যুবকের ,
সরকারের পক্ষ থেকে হাজার চেস্টা করেও মারন গেম 'ব্লু হোয়েল' এ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত রাতে সুতির ভাংগালাইনের রানা নামে এক যুবক প্রান হারান।পরিবার সুত্রে যানা গেছে প্রায় ১৫ -২০দিন থেকে কম্পিউটারে গেমে আসক্ত হয়ে পড়েছিল আজ রাতেই নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। কিন্তু তার দেহে কোনো আঘাতের চিন্য দেক্তে পাওয়া যায়নি। তবুও পরিবারের অনুমান মারন গেম ব্লু হোয়েলেই আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছেলের।ফলে এলাকাই চাঞ্চল্য দেখা দিয়েছে।বাবা আলাম সেখ জানান বেস কদিন থেকেই ছেলের মদ্ধে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করছিলাম কিন্তু এভাবে চলে যাবে ভাবতে পারিনি।

সূত্রঃ ধুলিয়ান নিউজ

মরন গেম ব্লু হোয়েলে , মৃত সুতির এক যুবকের , মরন গেম ব্লু হোয়েলে , মৃত  সুতির এক  যুবকের , Reviewed by Dhuliyan City on 18:21 Rating: 5

No comments:

Powered by Blogger.