মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবি ঐতিহাসিক ও রাজনৈতিকভাবেই প্রাপ‍্য

বিশ্ববিদ্যালয় কোথায় :- ️মুর্শিদাবাদ একটি ঐতিহ্যবাহী জেলা। ভারতবর্ষের মানচিত্রে এর খ‍্যাতি রয়েছে। অতীতের বাংলার রাজধানী হিসেবে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই জেলায় আজও পূর্ণাঙ্গ কোনও বিশ‍্ববিদ‍্যালয় গড়ে ওঠেনি। এমন ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা কেন আজও কোনও বিশ্ববিদ্যালয় পেল না এ নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে? যেখানে অধিকাংশ জেলা পেয়েছে। প্রশ্ন উঠেছে অধিক সংখ্যায় মুসলিম বসতিই কি এর মূল কারণ ? মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের প্রাসঙ্গিকতা নিয়ে এক টকশোর আলোচনায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংবাদিক আলমগীর হোসেন, রানি ধন্যকুমারি কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী, উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ, হাজি এ কে খান কলেজ, হরিহরপাড়ার টিচার ইন চার্জ ড. চন্দ্রানি পাল প্রমুখ। সেই আলোচনায় প্রাসঙ্গিক ভাবেই উঠে এসেছে মুর্শিদাবাদ জেলার বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ ।পশ্চিমবঙ্গের একটি বৃহত্তম জেলা মুর্শিদাবাদ। ভারতের বৃহত্তর জনসংখ্যা ১০ টি জেলার মধ্যে মুর্শিদাবাদ নবম।প্রতি বছর প্রায় ৩০০০০-এরও বেশি ছাত্র-ছাত্রী এই জেলা থেকে বিভিন্ন বিষয়ে স্নাতক হন। প্রায় ৮০ লক্ষ মানুষের বাস এখানে, যার মধ্যে ৬৮% মুসলিম, ৩১% হিন্দু ও বাকি ১% অন্যান্য সম্প্রদায়ের মানুষের বাস।কোলকাতায় State University অনেক গুলি।রাজ্যে Central University আছে এবং Private University ৮ টির বেশি।
অথচ আজও মুর্শিদাবাদে একটিও বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সরকার চরম ভাবে ব্যর্থ কোন অদৃশ্য কারণে। এই জেলাকে আরও পিছিয়ে দিতে চক্রান্ত করছে কারা এটা মানুষ এখন সব বুঝতে পারছেন। স্বাধীনতার পর থেকে কংগ্রেস এবং তার পর ৩৪ বছর ধরে বাম রাজত্বে কারও একবারও মনে হয়নি মুর্শিদাবাদে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় অবশ্যই দরকার।চক্রান্ত করে পিছিয়ে রাখা জেলার মানুষ শিক্ষার মূল্য বুঝেছে। তাই তাঁরা পথেও নেমেছে। শিক্ষা মানুষের জন্মগত অধিকার। তা অর্জন করতেই হবে। এবার মা-মাটি-মানুষের সরকারের আমাদের প্রকৃত মানব দরদী মুখ্যমন্ত্রী যথাবিহিত করবেন বলে মানুষের আশা।
রাজ্যে তৃণমূল কংগ্রেস অতি দক্ষতার সহিত ৬ বছরের শাসনকালে রাজ্যের বিভিন্ন জেলায় ১৫ টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে।
রাজ্যে আরও ৭ টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরির অনুমোদন দেওয়া হল সম্প্রতি।
অথচ মুর্শিদাবাদে এখনও একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অনুমতি দেওয়া হল না।
পরিকল্পিত চক্রান্তের অবসান ঘটিয়ে আমরা সবাই মুর্শিদাবাদে সাধারণ বিশ্ববিদ্যালয় চাই। তাছাড়া এই জেলা ঐতিহ্যপ্রীত একটি জেলা। হেরিটেজ জেলার তকমাও কেউ কেউ দিয়ে থাকেন। স্বজাতীয় ঐতিহ্যকে জানতে, আধুনিক উচ্চশিক্ষায় শিক্ষিত হতে এই জেলায় অবিলম্বে একটি ফুলফ্রেজের বিশ্ববিদ্যালয় প্রয়োজন। পশ্চিমবঙ্গের শাসকদের দিকেই তাকিয়ে আছে মুর্শিদাবাদের জনসাধারণ।
মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয় চাই এই আন্দোলনকে সফল করতে বেলডাঙার বেগুন বাড়ি হাই স্কুল ময়দানে ১৮ ডিসেম্বর বিশাল জনসভার ডাক দিয়েছে জেলার সাধারণ মানুষ।

তথ্য : উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ

মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবি ঐতিহাসিক ও রাজনৈতিকভাবেই প্রাপ‍্য মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবি ঐতিহাসিক ও রাজনৈতিকভাবেই প্রাপ‍্য Reviewed by Dhuliyan City on 10:01 Rating: 5

No comments:

Powered by Blogger.