এসোনা মাদক ত্যাগ করি

ফারাক্কা ২৬ জুন :-   বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে এদিন ফারাক্কা থানার IC উদয় শঙ্কর ঘোষ ও বিডিও কে ডি ভুটিয়া নেতৃত্বে ফারাক্কা ব্যারেজ হাই স্কুল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে মাদক বিরোধী পালিত  করা হয় , এই শোভাযাত্রা ফারাক্কা চত্তর ঘুরে ঘুরে মাদক সেবক লোকদের আহবান করেন তারা যেন  মাদক আর না খায় , তাঁতে তিনি ও তিনার পরিবারের কল্যাণ হবে  ,এসোনা মাদক ত্যাগ করি ।

এসোনা মাদক ত্যাগ করি এসোনা মাদক ত্যাগ করি Reviewed by Dhuliyan City on 01:58 Rating: 5

No comments:

Powered by Blogger.