ভোরবেলা বাইরে শৌচকর্ম করলেই বেজ উঠবেবাঁশি

মুর্শিদাবাদ ১৯ নভেম্বর :- সুর্যোদয় হবার আগেই রাস্তার ধারে নদীর ধারে প্রশাসনের হানা। কাউকে বাইরে শৌচকর্ম করতে দেখলেই বাঁশি বাজিয়ে তাকে সতর্ক করা তার পর তাকে চকলেট দিয়ে তার কাছে অনুরোধ বাইরে শৌচকর্ম করবেন না। বিশ্ব টয়লেট দিবসে প্রশাসনের এই উদ্যোগ দেখা গেল মুর্শিদাবাদের এম জে ব্লকের নতুন গ্রাম এলাকায়. এ ডি এম. মহঃ আনাউর রহমান. BDO – রহমাত আলি নিজে উপস্থিত থেকে তদারকি করলেন সমস্থ ব্যাপার। ভোর চারটে থেকে তারা দলবল নিয়ে নদীর ধার ঝোঁপ ঝারে গিয়ে দেখলের কেউ শৌচকর্ম করছেন কি না। যারা ধরা পড়লেন তাদের চকলেট দিয়ে বারন করা হল যাথে তারা বাইরে শৌচকর্ম না করে। তবে আসার কথা এটাই অনেক কম সংখক মানুষ ধরা পরলেন যারা বাইরে  শৌচকর্ম করার করেন.
তথ্য – তানবির রহমান


ভোরবেলা বাইরে শৌচকর্ম করলেই বেজ উঠবেবাঁশি ভোরবেলা বাইরে শৌচকর্ম করলেই বেজ উঠবেবাঁশি Reviewed by Dhuliyan City on 21:46 Rating: 5

No comments:

Powered by Blogger.