ওয়েবডেক্স: ২০০০ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জিতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তার ১৭ বছর বাদে ফের মিস ওয়ার্ল্ড হলেন ভারতের মেয়ে মনুষী ছিল্লর। মিস ওয়ার্ল্ড ২০১৭-র মুকুট উঠল হরিয়ানার তন্বীর মাথায়।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০৮ জন মহিলা অংশ নিয়েছিলেন সৌন্দর্যের প্রতিযোগিতায়। ২১ বছরের হরিয়ানার মেয়ে ৪০ তম স্থান থেকে উঠে আসেন পঞ্চদশ স্থানে। তখনই মনে হচ্ছিল, তিনি হয়তো এবারের মিস ওয়ার্ল্ডের মুকুট পরতে চলেছেন। সেটাই হল। ছিল্লরের মাথায় 'ক্রাউন' পরিয়ে দিলেন গতবারের বিজয়ী পোর্তো রিকোর স্টিফেন ডেল ভ্যাল।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭ তম সংস্করণে ছয় নম্বর ভারতীয় হিসেবে জিতলেন ছিল্লর। হরিয়ানার মেয়ে চলতি বছরের শুরুতে হয়েছিলেন ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭।
মিস ওয়ার্ল্ড হলেন ভারতীয় সুন্দরী
Reviewed by Dhuliyan City
on
18:10
Rating:
Reviewed by Dhuliyan City
on
18:10
Rating:


No comments: