ধুলিয়ান শহর
প্রাক্কথন : প্রাচীন কালে প্রধানত জলপথকে কেন্দ্র করে জনপদ গড়ে ওঠে । জনপদগুলি ভৌগোলিক কারণে ধীরে ধীরে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কার্যকলাপের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করে , ক্রমে তা উন্নীত হয় শহর বা নগরে । ধুলিয়ান শহরে গড়ে ওঠার পশ্চাৎ এ অর্থনৈতিক কারণটি সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে । এই শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত হওয়ায় , জলপথকে কেন্দ্র করে এই অঞ্চলের ব্যবসা - বাণিজ্যের প্রভূত উন্নতি ঘটে । ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকেই প্রধানত বাণিজ্য কেন্দ্র হিসাবে এই অঞ্চনের নগর উন্নয়নের প্রক্রিয়া শুরু হয় । ধুলিয়ানে বাণিজ্যকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের সমাবেশ ঘটতে থাকে । বলা ভালো , ধুলিয়ানে নানা ধর্ম ও ভাষাভাষীর মানুষ সমাগমের ফলে প্রায় এক সর্বভারতীয় অবস্থার সৃষ্টি হয় । সপ্তদশ শতকে ধুলিয়ানের পাশের শহর ঔরঙ্গাবাদ সৈন্য নিবাস হিসাবে গুরুত্ব পেলেও ধূলিয়ানের এক ধরনের কোনো ঐতিহাসিক গুরুত্ব ছিল না । তবে ভৌগোলিক কারনে ধুলিয়ান ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান । এক সময় পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গের সঙ্গে মুর্শিদাবাদের বাণিজ্যের যোগাযোগ ঘটত ধূলিয়ানের মাধ্যমে । তাই ধুলিয়ান কে Gateway of North Bengal বলা হত । ধুলিয়ান ছিল মুর্শিদাবাদ জেলার অন্যতম নদীবন্দর । ১৮৭২ সালে জনগননা অনুযায়ী বাংলার নগরশ্রেণীর মধ্যে ধূলিয়ানের স্থান ছিল একাদশতম । বর্তমান ধুলিয়ান শহরের প্রায় ৪-৫ কিমি দূরে ছিল পূবর্তন পরানপাড়া ধুলিয়ান বাজার , ধুলিয়ান গ্যাঞ্জেস রেলস্টেশন । বহুবার গঙ্গা ভাঙনের ফলে বর্তমানে ধুলিয়ান-কাঞ্চনতলা মিশে গিয়ে ধুলিয়ান শহরের সৃষ্টি হয়েছে ।
' ধুলিয়ান ' নামের কারন :- দাদাঠাকুর (শরৎ পন্ডিত ) কোন এক সময় মন্তব্য করেন -----
" ধূলি যদি নিতে চাও যাও ধূলিয়ান ( ধূলি - আন )
ধুলিয়ান নামের উৎপত্তি ও সার্থকতা সম্বন্ধে সঠিক কোন তথ্য অনুধাবন করা যায় নি । এই সম্পর্কে তথ্যের অপ্রতুলতার কারনে অনুমানের আশ্রয় নিতে হয়েছে । অনুমানের ভিত্তিতে বলা যায় যে ধুলিয়ান গঙ্গাতীরে অবস্থিত একটি ধূলিধুসরিত জায়গা ছিল । সেখানে পরে একটি গ্রাম এবং আরো পরে গঞ্জের উৎপত্তি হয়েছে । এই স্থানে বিভিন্ন অঞ্চল থেকে আসার ( সম্ভবত আনার ) ফলে একটি জনপদের সৃষ্টি হয়েছে ।
ধুলিয়ান শব্দটি সৃষ্টি হয়ত ধূলিতে আয়ন অর্থাৎ ধূলিতে আগমনে ফলে হয়েছে ।
ধূলিয়ান = ধূলি + আন < আয়ন । আবার আয়ন শব্দটি স্থিতি > স্থাপন অর্থে ব্যবহৃত হয়েছে । ব্যাপক অর্থে ধূলোর উপর স্থাপন । অনুমান করা যায় যে , এক কারনেই স্থানটির নাম ধুলিয়ান হয়েছে । ধূলিয়ান বানানটি পরবর্তীকালে ধুলিয়ান হিসেবে প্রচলিত হয়েছে ।
ধুলিয়ান শহরে নানা সংস্কৃতির লোকের বাসস্থান । তাই এখানে মিশ্র সংস্কৃতির বর্তমান । মিশ্র সংস্কৃতি প্রমান করে যে এখানে বিভিন্ন সংস্কৃতির লোকের আগমন হয়েছিল । আবার দাদাঠাকুর - এর মন্তব্যে ধুলোর অবস্থানের কথা প্রমাণ করে । কাজেই ধুলিয়ান-এর নামকরণের পশ্চাৎ-এ এই যুক্তি গ্রহণযোগ্য বলে মনে করা যেতে পারে ।
ব্রিটিশ সময় কালে , ব্রিটিশ সরকারী কর্মচারীরা বিভিন্ন সরকারী নথিতে ধুলিয়ান-এর ইংরেজি বানান বিভিন্ন ভাবে লিখেছেন, যেমন – DHOOLEAN , DHULIAN ,DHULIYAN ইত্যাদি । তবে এই নাম করনের কোনো ব্যাখ্যা তারা করেন নি ।
ধুলিয়ান শহর
Reviewed by Dhuliyan City
on
00:54
Rating:
No comments: