মে : রাজনৈতিক-২৩

.       

           

লিখতে চাই বিশেষ একটি রচনা ......
স্বাধীন সার্বভৌম ভারতরাষ্ট্র এবং
মে-তেইশের
মহার্ঘ ফলাফল ......
একটি গুরুগম্ভীর
রচনা ধরতে চাইছি ....
রচনা পালাচ্ছে ঊর্দ্ধশ্বাস ....

দারুণ উত্তেজনায় —
চরিত্রের ডান-মধ্য-বাম —
এবং
আরও নানা দিক ......

চিন্তারা —
উঠছে ..... বসছে .......
তারা ফুটছে ...... তারা খসছে ......
ছুটছে ...... থামছে .......
কাঁপছে ...... জল মাপছে ........
ভাবছে ....
হাঁটছে .....
ঘামছে .........
সুযোগ বুঝে
নিচ্ছে বিশ্রাম .....

তেইশ .....
ওহো তেইশ !
আহা তেইশ !

তেইশ : পরপর্তী
শান্তি
না
সন্তাপ ?
আশীর্বাদ
না
অভিশাপ ?

মে-তেইশ
রচনাটির জন্য
স্বাভাবিক সংখ্যক
শব্দ প্রয়োজন ৷
নিজেকে —
গলদঘর্ম —
নানান দিকে ঠেলছি .....
আকাশে-পাতালে —
সিঁড়িতে-চাতালে —
উত্তেজিত আমি খেলছি ........

                     নিতাই মালাকার    
                    ----------------------

মে : রাজনৈতিক-২৩ মে : রাজনৈতিক-২৩ Reviewed by Dhuliyan City on 09:55 Rating: 5

No comments:

Powered by Blogger.