সুমিত ঘোষ
1913 সালে ধূলিয়ান থেকে হাওড়া সরাসরি রেলপথ স্থাপন হয়। এই রেলপথ বারহারয়া-আজিমগঞ্জ-কাটোয়া রেলপথ নামে পরিচিত ছিল। শরৎ চন্দ্র পন্ডিত (দাদাঠাকুর) কলকাতা আসা যাওয়ার জন্য এই রেলপথ ব্যবহার করতেন। তিনি একবার এই রেলপথের রেলস্টেশনের নামে একটি কবিতা রচনা করেন যা আমরা নলিনিকান্ত সরকারের 'দাদাঠাকুর' গ্রন্থে উল্লেখ পায়। পাঠকদের জ্ঞাতার্থে সেই কবিতার কিছু অংশ নিম্নে দেওয়া হল,
"লালবাগ কোর্ট, আজিমগঞ্জ জংশন,
আজিমগঞ্জ সিটি করি দরশন,
মুনিগ্রাম, গণকর পেরিয়ে
জঙ্গিপুর রোডে আমার ঘর।।
সুজনীপাড়া, নিমতিতা, ধুলিয়ান গ্যাঞ্জেস,
তিলডাঙ্গা-বারহারওয়াতে শেষ,
এই লাইনে দফারফা-
তারপর লুপ লাইনে ধর।।"
আজ 13466 ডাউন মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের বাতানুকূল কামরার 35 নম্বর আরামকেদারায় বসে দাদাঠাকুরকে শ্রদ্ধার্ঘ জানাতে মন বড়ই চঞ্চল হয়ে উঠলো এবং প্রয়াস করলাম।
মুর্শিদাবাদের প্রান্তিক শহর,
ক্ষয়িষ্ণু, ক্ষত-বিক্ষত ধুলিয়ান ।
পুণ্যতোয়া মা গঙ্গা কখনো সর্বগ্রাসী,
কখনো বা নিবেদিত প্রাণ ।।
সময়টা বিংশ শতকের তের সাল,
গঙ্গাতীরে 'ধুলিয়ান ঘাট' রেল স্টেশন ।
বারংবার ভাঙনে জর্জরিত রেলপথ,
অবশেষে ধুলিয়ান গঙ্গা নামকরণ ।।
গৌরসন্দুর-দ্বারিকানাথের জমিদার বাড়ি,
সত্যজিতের জলসাঘরের সেই 'নিমতিতা' ।
ডাকাত সাজুয়ার স্বপ্নের সাজুর মোড়,
ইতিহাসের 'সুতি' র যুদ্ধ, আরো কত কথা।।
দাদাঠাকুরের কর্মকান্ডের আঁতুরঘর,
ম্যাকানজি সাহেবের সেই জঙ্গিপুর ।
দাদাঠাকুরের রঙ্গরস আজও সতেজ,
শ্রদ্ধার্ঘ গ্রহণ কর, তোমার সুরেই সুর ।।
মুর্শিদাবাদ সিল্ক খ্যাত স্টেশন 'গণকর',
চারিদিকে সবুজ ধান ক্ষেত-গরুর পাল ।
পাল রাজাদের স্থাপত্য আজ ধূলিময়,
ধ্বংসের মাঝে শুধু স্টেশন 'মহিপাল '।।
নবাবী আমলের জগৎ শেঠ দের বাসস্থান,
'আজিমগঞ্জ' যেন সেই ভাঙা চাঁদের হাট ।
ঐতিহ্যবাহী রেল জংশন, ভাগীরথীর তীরে,
ট্রেন বদল করো, যেতে নলহাটি-রামপুরহাট।।
হেস্টিংস-স্বর্ণময়ী-কৃষ্ণনাথ-কাসিমবাজার,
'খাগড়া ঘাট' স্টেশন, গল্প কথার হাতছানি ।
প্রাচীন ইতিহাসের স্মৃতি বিজরিত
'কর্ণসুবর্ণ', রাজা শশাঙ্কের রাজধানী।।
ভক্তিবাদের মহান সন্ন্যাসী শ্রী চৈতন্যদেব,
কৃষ্ণনামের পীঠ স্থান 'নবদ্বীপ ধাম' ।
প্লাটফর্মের এক প্রান্তে রামাদানের 'নামাজ',
অন্য প্রান্তে "হরে কৃষ্ণ, হরে রাম" ।
মোগল বাদশার জমিতে পর্তুগিজ গির্জা,
শোনো বান্ডেল চার্চের ঘন্টা ধ্বনি ।
চন্দননগরে ফরাসি স্মৃতি ভিড় করেছে,
শ্রীরামপুরে ওলন্দাজ দের ডাক শুনি ।।
প্রাচীন থেকে মধ্যযুগ, মধ্য থেকে আধুনিক,
মস্তিষ্কের কোষ-কলায় ইতিহাসের স্মৃতিচারণ।
বিস্মৃত ধুলিয়ানগঙ্গা তুমি আজ ইতিহাস,
কে জানে ! হয়তো ভূগোলের পদস্খলন ।।
সংগৃহীত :- সুমিত ঘোষ।
ধুলিয়ান গঙ্গা স্টেশন
জার্নি টু হাওড়া ফ্রম ধুলিয়ান
Reviewed by Dhuliyan City
on
23:39
Rating:
No comments: