দুষণচক্রে তুমি বর্তমান



            নিতাই মালাকার

কিছু আজ লিখতে বোলো না মাগো —
ভেতর দেশের মা !
আজ আমাকে সারাদিন জঞ্জাল
বিষয়ে ভাবিয়ে ভাবিয়ে
পাগল করে রাখো ৷

'ফুসফুসের বিভিন্ন সংক্রমণজনিত অসুখে'
ভুগছে তুতিকোরিন ৷
ক্যান্সারে
আক্রান্ত
তুতিকোরিন ৷
তুতিকোরিনের মারণপরিবেশ
বিষয়ে ভাবিয়ে ভাবিয়ে
আজ আমাকে পাগল করে রাখো মাগো
ভেতর দেশের মা !

প্লাস্টিকের আধিপত্য ৷ আনাজের ডাঁই .....
অন্ধতা মাখা কালো
বাজারে ঢোকার গলি .....
আগুন লাগলে
দমকল ঢুকবে না ৷

আজও বুকের মধ্যে —
নাগেরবাজার পুড়ছে ...
পোড়া পোড়া স্মৃতি ঘুরছে .....
পোড়া গন্ধেরা —
ডানা মেলে উড়ছে , মাগো —
আজ আমি কিচ্ছু লিখবো না ৷
সারাদিন
ভাবিয়ে ভাবিয়ে পাগল করে রাখো ৷

জঞ্জালের পাহাড়ের মতো আজ আমাকে
অট্ট হাসতে দাও ৷

জ্বালিয়ে-পুড়িয়ে , ধোঁয়া ধোঁয়া করে দাও মাগো —
ভেতর দেশের মা !
আজ আমাকে পাগল করে রাখো ৷

                        ফোটো সংগৃহিত

    
দুষণচক্রে তুমি বর্তমান দুষণচক্রে তুমি বর্তমান Reviewed by Dhuliyan City on 05:42 Rating: 5

No comments:

Powered by Blogger.