আমি ধুলিয়ানের সাধু কিংবা সাধুয়া


আমি ধুলিয়ানের সাধু কিংবা সাধুয়া

              নিতাই মালাকার 

মানিনা-বুঝিনা —
সামাজিক জীবনের ব্যাকরণ ৷
এসেছি কি পৃথিবীতে অকারণ !
বুঝিনা কিছু বুঝিনা —
নিজেকে খুঁজিনা 
নিজের ভেতরে কখনও ৷

চির নগ্ন-নির্জন আমি ৷
অদ্ভুত শান্ত এক সত্তা .....

লোকে কি খোঁজে আমায় !
লোকে কি বোঝে আমায় !
কী-ভাবে বাঁচি আমি প্রতিদিন !

সমাজ-সংসার কিছু বুঝি না !
নাকি বুঝি খুব !
খুব অন্যরকম বুঝি ৷
নিয়ত নিজেকে খুঁজি নিজের ভেতর ৷
বদ্ধতার প্রকাশ্য খাঁচায় মুক্ত আমি —
আশ্চর্য ৷
কে বোঝে —
কে বোঝে না ৷
মন খোঁজে না কিছু খোঁজে না ৷

অদ্ভুত একা আমি ৷
একটি জীবন স্রোত —
প্রশ্ন চিহ্নের মতো বয়ে যাই —
বয়ে যাই ......
চিহ্ন কিছু রাখিনা 
অথবা
চিহ্ন রেখে যাই .......

    ---------------------
ছবি :- অনন্ত সিং

                          সাধু - সাধুয়া 
আমি ধুলিয়ানের সাধু কিংবা সাধুয়া আমি ধুলিয়ানের সাধু কিংবা সাধুয়া Reviewed by Dhuliyan City on 21:18 Rating: 5

No comments:

Powered by Blogger.