নারী
সুমিত ঘোষ
সুমিত ঘোষ
তুমি সৃষ্টিকারী,
তুমি অনন্যা ।
তুমি ঈশ্বরের সুনিপুন সৃষ্টি।
তোমার কত রূপ !
কত রূপে তোমার আগমন।
তুমি অনন্যা ।
তুমি ঈশ্বরের সুনিপুন সৃষ্টি।
তোমার কত রূপ !
কত রূপে তোমার আগমন।
তোমার গর্ভে আমার অঙ্কুরোদগম,
ধীরে ধীরে শাখা প্রশাখা,
একদিন কোনো এক তিথিতে,
তুমি জগতের আলো দেখালে,
ধরিণীর বুকে আমার আবির্ভাব,
তোমায় 'মা' বলে ডাকলাম,
তুমি জন্মদাত্রী মা।
ধীরে ধীরে শাখা প্রশাখা,
একদিন কোনো এক তিথিতে,
তুমি জগতের আলো দেখালে,
ধরিণীর বুকে আমার আবির্ভাব,
তোমায় 'মা' বলে ডাকলাম,
তুমি জন্মদাত্রী মা।
তারপর শুধুই পথচলা,
জীবন গাঙের অনেক ঘাটে তোমার দেখা,
তুমি কখনো হৃদয়হরণকারী প্রেমিকা,
তুমি আলো আঁধারের সঙ্গী, সহধর্মিনী,
তুমি আগামী দিনের স্বপ্ন, আমার তনয়া।
প্রবহমান জীবনের আঙিনায়,
সবই যেন সহজাত ।
জীবন গাঙের অনেক ঘাটে তোমার দেখা,
তুমি কখনো হৃদয়হরণকারী প্রেমিকা,
তুমি আলো আঁধারের সঙ্গী, সহধর্মিনী,
তুমি আগামী দিনের স্বপ্ন, আমার তনয়া।
প্রবহমান জীবনের আঙিনায়,
সবই যেন সহজাত ।
কোনো এক গোধূলি বেলায়,
তোমার সাথে দেখা,
তুমি আমার প্রেমিকা।
আড়ালে-আবডালে স্বপ্নের জাল বোনা,
জীবনে চলার, তুমি এক নতুন তাগিদ।
সায়াহ্নে বা অপরাহ্নে
তোমার জন্য অকারণ বসন্ত ।
তোমার বিরহে !
কলমের কর্ষণ আর কবিতার বর্ষণ ।
তোমার সাথে দেখা,
তুমি আমার প্রেমিকা।
আড়ালে-আবডালে স্বপ্নের জাল বোনা,
জীবনে চলার, তুমি এক নতুন তাগিদ।
সায়াহ্নে বা অপরাহ্নে
তোমার জন্য অকারণ বসন্ত ।
তোমার বিরহে !
কলমের কর্ষণ আর কবিতার বর্ষণ ।
তারপর......
বৃষ্টি ভেজা এক শুভলগ্নে,
তোমার সাথে শুভ পরিণয়,
এ এক নতুন অধ্যায় ।
রোজ নামচায় নতুন ধারাপাত,
কর্ম-চিন্তা-ভাবনায় সীমাবদ্ধতা,
অমাবস্যা-পূর্ণিমার এক অদ্ভুত মধুচন্দ্রিমা,
স্বপ্নময় পৃথিবীতে সসীম পরিধি।
বৃষ্টি ভেজা এক শুভলগ্নে,
তোমার সাথে শুভ পরিণয়,
এ এক নতুন অধ্যায় ।
রোজ নামচায় নতুন ধারাপাত,
কর্ম-চিন্তা-ভাবনায় সীমাবদ্ধতা,
অমাবস্যা-পূর্ণিমার এক অদ্ভুত মধুচন্দ্রিমা,
স্বপ্নময় পৃথিবীতে সসীম পরিধি।
আজ তুমি আবার এলে,
আমার ঘর আলো করতে,
আশার নতুন প্রদীপ জ্বালাতে,
আলোকমঞ্জরীর অসীম মায়া-মমতা,
তুমি আমার দুহিতা
নতুন রূপে তোমার আগমন।
আমার ঘর আলো করতে,
আশার নতুন প্রদীপ জ্বালাতে,
আলোকমঞ্জরীর অসীম মায়া-মমতা,
তুমি আমার দুহিতা
নতুন রূপে তোমার আগমন।
তবু কেন হায় !
আজও অসহায়,
সীতা বা সাবিত্রীর ভূমিকায়,
ধূসর পৃথিবীতে তুমি আজও গদ্যময়।
তোমার চরণ তলে,
শ্রদ্ধার্ঘের পাণ্ডুলিপি মোর,
গ্রহণ কর হে জননী।
আজও অসহায়,
সীতা বা সাবিত্রীর ভূমিকায়,
ধূসর পৃথিবীতে তুমি আজও গদ্যময়।
তোমার চরণ তলে,
শ্রদ্ধার্ঘের পাণ্ডুলিপি মোর,
গ্রহণ কর হে জননী।
উৎসর্গ: নীতি বালা ঘোষ (আমার মা)।
উৎসাহ: ইমতিয়াজ আলী রনি ও অহিদ রেহমান।
অঙ্কন শিল্পী: সন্দীপ ঘোষ।
উৎসাহ: ইমতিয়াজ আলী রনি ও অহিদ রেহমান।
অঙ্কন শিল্পী: সন্দীপ ঘোষ।
আন্তর্জাতিক নারী দিবসে উৎসকৃত
Reviewed by Dhuliyan City
on
21:54
Rating:
Reviewed by Dhuliyan City
on
21:54
Rating:

No comments: