সুমিত ঘোষ
ধুলিয়ান :- কাঞ্চনতলা জমিদার বাড়ির প্রজাবৎসল জমিদার শচীন্দ্রনাথ রায়ের স্ত্রী অমিয়বালা রায় যোগিবর বরদাচরণ এর সহযোগিতায় 1938 সালের 7 ই এপ্রিল এই মন্দির প্রতিষ্টা করেন। এই মন্দিরের চারটি দরজার নির্মাণের বিশেষ উদেশ্য ছিল। শোনাযায় যে, সমাজের চার বর্ণের মানুষ যাতে ধর্মাচরণের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই কারণেই এই চারটি দরজা তৈরি হয়েছিল। জমিদার বাড়ি বা তৎসংলগ্ন এলাকায় এই মন্দির প্রতিষ্ঠা না করে , জমিদার বাড়ির বাইরে করা হয় যাতে প্রজারা মন্দিরটিকে জমিদারের সম্পত্তি বলে না মনে করেন এবং অবাধে ধর্মাচরণ করতে পারেন।
অমিয় বালা দেবী কলকাতায় ইংরেজি শিক্ষা-দীক্ষা, আচার আচরণের মধ্যে প্রতিপালিত হলেও মনে প্রানে ছিলেন পরম ধার্মিক। বাহ্যিক আড়ম্বর মধ্যে দিয়ে নয় তিনি অন্তর দিয়েই ঈশ্বর সেবা করতেন। কথিত আছে এই মন্দির প্রতিষ্ঠার পূর্বে স্বয়ং বাবা কাশিশ্বর অমিয়বালা কে স্বপ্নদেশ দিয়েছিলেন। এর পর যোগিবর বরদা চরনের সাহচর্যে এই মন্দির নির্মারনের সংকল্প গ্রহণ করেন। তিনি সম্পূর্ণ অন্তরের তাগিদে নিজের সকল গয়না বিক্রি করে এই মন্দির জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেন ।
অমিয় বালা দেবী কলকাতায় ইংরেজি শিক্ষা-দীক্ষা, আচার আচরণের মধ্যে প্রতিপালিত হলেও মনে প্রানে ছিলেন পরম ধার্মিক। বাহ্যিক আড়ম্বর মধ্যে দিয়ে নয় তিনি অন্তর দিয়েই ঈশ্বর সেবা করতেন। কথিত আছে এই মন্দির প্রতিষ্ঠার পূর্বে স্বয়ং বাবা কাশিশ্বর অমিয়বালা কে স্বপ্নদেশ দিয়েছিলেন। এর পর যোগিবর বরদা চরনের সাহচর্যে এই মন্দির নির্মারনের সংকল্প গ্রহণ করেন। তিনি সম্পূর্ণ অন্তরের তাগিদে নিজের সকল গয়না বিক্রি করে এই মন্দির জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেন ।
তথ্য সূত্র: ধূলিয়ান ইতিবৃত্ত, সুমিত ঘোষ ।
সহযোগিতা: অর্পিতা ও সায়নী ঘোষ।
ছবি: সন্দীপ ঘোষ ও পলাশ ঘোষ।
সহযোগিতা: অর্পিতা ও সায়নী ঘোষ।
ছবি: সন্দীপ ঘোষ ও পলাশ ঘোষ।
"গৌরীশংকর শিবমন্দির"
গৌরীশংকর শিবমন্দির ধুলিয়ান,
Reviewed by Dhuliyan City
on
03:03
Rating:
Reviewed by Dhuliyan City
on
03:03
Rating:

No comments: