ট্রেনে টিকিট কাটার জন্য আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না৷ আজ, ১ ডিসেম্বর থেকে শিয়ালদহ ডিভিশনের সব শহরতলির স্টেশনে চালু হচ্ছে কিউআর কোড৷এই অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা আরও সহজ হবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, কিউ আর কোডের অর্থ কুইক রেসপন্স কোড। এটি প্রথম জাপানে স্বয়ংচালিত যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্বিমাত্রিক এই কোডের মাধ্যমে দ্রুত অনেক বেশি তথ্য দ্রুত আদানপ্রদান করা যায়। লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য ইতিমধ্যেই ইউটিএস অ্যাপ চালু করেছে ভারতীয় রেল। কিন্তু স্টেশন কিংবা স্টেশন চত্বর ছাড়া আর অন্য কোনও জায়গা থেকে এই অ্যাপে টিকিট কাটা যায় না। সেই জন্যই টিকিট কাটতে কিউআর ব্যবস্থা আনা হল।
কীভাবে অ্যাপটি ব্যবহার করবেন?
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালদহ ডিভিশনের সব শহরতলির স্টেশনে কিউআর কোড থাকবে। তাকে স্ক্যান করলেই আপনার গন্তব্যের জন্য টিকিট কাটতে পারবেন। অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে মোবাইলে চলে আসবে কিউআর কোড রিডার। সংশ্লিষ্ট স্টেশনে গিয়ে কোড স্ক্যান করলেই টিকিট কাটা হয়ে যাবে৷
No comments: