1909 সালের 1 লা এপ্রিল C.A. Oldham, ICS, Secretary to Government of Bengal, Lieutenant Governor এর আদেশানুসারে একটি নির্দেশনামা (Notification No. 640M) দ্বারা ধুলিয়ান ও তৎসহ 14 টি গ্রাম নিয়ে 'ধুলিয়ান পৌরসভা' স্থাপনের কথা ঘোষণা করেন এবং 1909 সালের 1 লা জুলাই থেকে ধুলিয়ান পৌরসভাকে স্বায়ত্তশাসনের অধিকার প্রদান করেন ।
1910 সালে ধুলিয়ান পৌরসভা 40 টি বাই ল' বা উপবিধি তৈরি করে । মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট 15 ই আগস্ট 1910 সালে এই বাই ল' র অনুমোদন করে একটি নির্দেশনামা জারি (Notification No. 1198) করে । ট্রাফিক আইন, জবরদখল প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা, জঞ্জালমুক্ত পরিবেশ সৃষ্টি প্রভৃতি বিভিন্ন ধরেনের বাই ল' তৈরি করা হয়। এর মধ্যে কয়েকটি উল্লেখ করা হলো, যেমন: (১) রাত্রিবেলা বাঁশ বোঝাই, মাল বোঝাই গরু গাড়ি চলবে না । (২) কোনো গবাদি পশু খুলে রাখা যাবে না । (৩) কোনো ব্যক্তি রাস্তায় ঘুমোতে পারবে না । (৪) কোনো মৃত ব্যক্তি বা পশুর দেহ রাস্তার ধারে ফেলে রাখা বা সৎকার করা চলবে না । (৫) রাস্তাঘাট জঞ্জালমুক্ত রাখতে হবে । (৬) 14 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তি গবাদি পশু দ্বারা চালিত যানবাহন চালাতে পারবে না । (৭) সমস্ত ধরনের যানবাহন রাস্তার বাম দিক ধরে যেতে হবে । (৮) রাস্তার একশো গজের মধ্যে কেউ বাজি পোড়াতে পারবে না । (৯) কলেরা, স্মল পক্স প্রভৃতি সংক্রামক রোগীর জামা কাপড় পুকুরে ধুতে পারবে না । (১০) রাস্তার ধারে পশু হত্যা করা চলবে না, ইত্যাদি ।
বাই ল' অমান্যকারীদের 5 টাকা, 10 টাকা, 20 টাকা ও 25 টাকা জরিমানা ধার্য্য করা হয়েছিল । যেমন কোনো ব্যক্তি রাস্তায় রাত্রি যাপন করলে তাকে 5 টাকা জরিমানা দিতে হত। বাই ল' তৈরি এবং তা কার্যকরি করার মধ্য দিয়ে গ্রামাঞ্চলের মানুষকে পাশ্চাত্য ধ্যান ধারণায় বাঁচতে শেখা এবং নাগরিক সভ্যতায় উন্নীত করা হয়েছিল।
এখানে একটি ব্যাপার উল্লেখনীয় যে একশো দশ বছর আগে যে সমস্ত সমস্যা নিয়ে প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছিল তা, আজও বর্তমানে সমান প্রাসঙ্গিক । কেবলমাত্র গবাদি পশু চালিত গাড়ির স্থলে মোটর বাইকের আবির্ভাব হয়েছে ।
সুমিত ঘোষ ।
সুমিত ঘোষ ।
তথ্য সূত্র : Municipal Department (Municipal branch) P.B-191 & 192, File No. 1B-B, August,1910.
ছবি সৌজন্য: পলাশ
ছবি সৌজন্য: পলাশ
ধুলিয়ান পৌরসভা ও উপবিধি (By Law)" সুমিত ঘোষ
Reviewed by khokan
on
04:37
Rating:
Reviewed by khokan
on
04:37
Rating:

No comments: