সামশেরগঞ্জ, ২০ নভেম্বর : বাড়িতে শৌচাগার না থাকায় স্কুলে প্রতিদিন শুনতে হত গঞ্জনা। স্কুলের মাঠে প্রার্থনার লাইনে দাঁড়িয়ে রোজ শিক্ষকের প্রশ্নের সামনে পড়তে হত ছোট্ট মেয়েটিকে। সহপাঠীদের কাছে শুনতে হত কটূক্তি। লজ্জায় স্কুল যাওয়া বন্ধ করে চতুর্থ শ্রেণির ছাত্রী সুষমা খাতুন। নিমতিতা প্রাথমিক বিদ্যালয়ের এই ছাত্রী একারণে একমাস স্কুল যায়নি। অবশেষে মেয়ের জেদের সামনে হার মানে আম্মা সায়েমা বিবি। নিজের কানের দুল ও ছাগল বিক্রি করে তিনি বাড়িতে শৌচাগার নির্মাণ করেন। সামশেরগঞ্জ ব্লকের শেরপুরের এই ঘটনা এলাকাবাসীর কাছে এক অন্যন্য নজির। এলাকার BDO সুষমাকে পুরষ্কৃত করার করার কথা ঘোষণা করেছেন।
সৌজন্যে ... www.eenaduindia.com
সামশেরগঞ্জে স্কুল ছাত্রীর জেদে বাড়িতে শৌচাগার
Reviewed by khokan
on
10:09
Rating:
Reviewed by khokan
on
10:09
Rating:
No comments: