এবার হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়তে পারবেন। কিন্তু, কীভাবে পড়বেন? দেখে নিন স্টেপগুলি।
স্টেপ ১- গুগুল প্লে স্টোরে যান। ডাউনলোড করুন Notification History নামের অ্যাপ।
স্পেপ ২- নোটিফিকেশন লগ থেকে আপনি পড়ুন ডিলিট ম্যাসেজগুলি
তবে এটা মনে রাখা দরকার। লগ থেকে আপনি সব মেসেজ পড়তে পারবেন না। যেগুলি আপনি পড়ে নিয়েছেন সেই মেসেজ পড়তে পারবেন না।
অন্য পদ্ধতি- এছাড়া আপনাকে যেটা করতে হবে তা হল, হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ চালু রাখতে হবে। কারণ হোয়াটসঅ্যাপ রাতে ব্যাকআপ পদ্ধতি চালু করেছে। সুতরা রাতের মেসেজগুলি আপনার লোকাল মেমোরিতে সেভ হবে।
এটা করার জন্য পুনরায় হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন। নতুনভাবে রেজিস্টার করার সময় আপনি রিস্টোর দ্য চ্যাট- অপশনটি বাছবেন। ফলে আপনার ডেটা গুগুল অ্যাকাউন্ট ও লোকাল মেমোরিতে জমা হবে।
দারুন ব্যাপার! হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ পড়ুন এই পদ্ধতিতে
Reviewed by khokan
on
10:52
Rating:
No comments: