মোমো গেমের লিঙ্ক পাঠিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হল এক সরকারি কর্মচারীকে। ধৃত যুবক সুতি দু'নম্বর ব্লকের BDO অফিসে কম্পিউটার অপারেটর।
আনন্দ দাস নামে ওই যুবক ফরাক্কার মহাদেবনগর গ্রামের বাসিন্দা। আজ সকালে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে ফরাক্কা থনার পুলিশ। IC উদয় শংকর ঘোষ জানিয়েছেন, ওই যুবক মোমো গেম নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল। বৃহস্পতিবার রাতে মহাদেবনগরের এক যুবক মহম্মদ ইকবাল হোসেনকে লিঙ্ক পাঠিয়ে মোমো খেলার প্রস্তাব দেয় আনন্দ। আতঙ্কিত হয়ে রাতেই ইকবাল ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে সাইবার সেল। তদন্তে উঠে আসে আনন্দ দাসের নাম। আজ সকালে গ্রেপ্তার করা হয় আনন্দকে।
পুলিশি জেরায় আনন্দ মোমোর আতঙ্ক ছড়ানোর কথা স্বীকার করে নিয়েছে। আর কাদেরকে লিঙ্ক পাঠিয়েছে আনন্দ, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, দু'দিন আগে সুতিতে দুই যুবক মোমো গেমের লিঙ্ক পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল।
সূত্র :- http://m.bangla.eenaduindia.com/States/South/Murshidabad%20/2018/09/01173855/A-govt-employee-arrested-for-spreading-panic-about.vpf
Reviewed by khokan
on
11:23
Rating:
No comments: