বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে খুন সমাজকর্মী

ধুলিয়ান : বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হলো এক সমাজকর্মীকে। মৃত ওই সমাজকর্মীর নাম মোতাহার হোসেন (৫০)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নামো চাচন্ড গ্রামে। ঘটনার পর থেকেই বাড়ি থেকে পলাতক অভিযুক্ত আসমা বিবি ও তার প্রেমিক বানী ইসরাইল। স্বামীকে খুন করার অপরাধে বানী ইসরাইলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে নিহত সমাজকর্মী মোতাহার হোসেনের স্ত্রী কায়েমা বিবি।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, স্বামী বিদেশে থাকার সুবাদে প্রতিবেশি এক যুবক বানী ইসরাইলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে আসমা বিবি নামে ওই মহিলার। স্বামীর অনুপস্থিতিতে অবাধেই নিত্যদিন মহিলার বাড়ি যাতায়াত করতো গ্রামেরই যুবক বানী ইসরাইল। তাদের এই যাতায়াতের খবর এলাকায় জানাজানি হতেই শনিবার রাতে আসমা বিবির বাড়িতে হানা দেয় গ্রামবাসীরা। হাতেনাতেই ধরা পড়তেই শুরু হয় ধস্তাধস্তি। বানী ইসরাইল নিজেকে রক্ষা করতে তার কাছে থাকা চাকু দিয়ে হঠাতই মোতাহার হোসেনের উপর আক্রমন করে। পেটে চাকু ভরে দিয়ে কোনোরকমে পালিয়ে যায় সে। গ্রামবাসীরা ছুটে এসে তাকে অনুপনগর হাসপাতাল ও পরে জঙ্গীপুর মহুকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। মোতাহার হোসেনের স্ত্রীর অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।  

সুএ TDN BANGLA

বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে খুন সমাজকর্মী বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে খুন সমাজকর্মী Reviewed by Dhuliyan City on 22:32 Rating: 5

No comments:

Powered by Blogger.