ধামরাইয়ে আর্জেন্টিনা সাপটারের আত্মহত্যা যুবক ।


সুজন সরকার (গণেশ) বয়স ২৩ পিতাঃ নারায়ণ সরকার, গ্রামঃ সাইট্রা, থানাঃ ধামরাই,জেলাঃ ঢাকা।
তিনি সাভার এনাম মেডিক্যাল ও কলেজ এর একজন প্যাথলজিস্ট এবং এলাকার শান্ত ভর্দ্র ছেলে হিসেবে সবাই জানে। গত ৩০/০৬/১৮ইং তাঃ আর্জেন্টিনা vs ফ্রান্স বিশ্ব কাপ ফুটবল খেলা দেখার পর তার প্রিয় দল আর্জেন্টিনা বিশ্ব কাপ আসর থেকে বিদায় নেওয়ায়, এই ভক্ত সিদ্ধান্ত নেন তিনিও পৃথিবীর থেকে বিদায় নেবেন তাই তিনি মায়ের শাড়ী পেচিয়ে,গলায় ফাঁস দিয়ে মাত্র দেড় মাস আগে বিবাহিত নববধূ কে রাখে আত্ম্য-হত্যা করেন।
সকল অভিভাবকদের সতর্ক হওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

ধামরাইয়ে আর্জেন্টিনা সাপটারের আত্মহত্যা যুবক । ধামরাইয়ে আর্জেন্টিনা সাপটারের আত্মহত্যা যুবক । Reviewed by Dhuliyan City on 22:22 Rating: 5

No comments:

Powered by Blogger.