কিংবদন্তী ‘ভবঘুরে’ অভিনেতা
চার্লি চ্যাপলিন (জন্মঃ- ১৬ এপ্রিল, ১৮৮৯ – মৃত্যুঃ- ২৫ ডিসেম্বর, ১৯৭৭)
শিশুশিল্পী হিসেবে ইংল্যান্ডের ভিক্টোরিয়ান নাট্যমঞ্চ ও মিউজিক হলে তাঁর অভিনয়-যাত্রা শুরু হয়। চ্যাপলিন নিজের ছবিতে নিজেই অভিনয়, সংলাপ রচনা, পরিচালনা, প্রযোজনা এমন কী সঙ্গীত পরিচালনা পর্যন্ত করেছেন। চ্যাপলিন অভিনীত মুখ্য চরিত্র তাঁর নিজেরই সৃষ্ট ভবঘুরে দ্য ট্রাম্প। ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগালে “শার্লট” নামে পরিচিত চ্যাপলিনের ট্রাম্প ভবঘুরে হলেও আদব-কায়দায় সংস্কৃতি এবং সম্মানবোধে অটুট। শার্লটের পরনে চাপা কোট, সাইজে বড় প্যান্ট, বড় জুতো, মাথায় বাউলার হ্যাট, হাতে ছড়ি আর একমেবাদ্বিতীয়ম টুথব্রাশ গোঁফ। চ্যাপলিনের বর্ণময় ব্যক্তিজীবন তথা সমাজজীবন খ্যাতি - বিতর্ক দুইয়েরই নিম্ন থেকে শীর্ষবিন্দু ছুঁয়ে গেছে।
স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন ইষ্ট স্ট্রিট, ওয়ালওয়ার্থ, লন্ডনে জন্ম গ্রহণ করেন। চার্লি চ্যাপলিনের কোনো বৈধ জন্ম প্রমানপত্র পাওয়া যায়নি, তাই তার জন্ম নিয়ে সর্বদাই কুয়াশা রয়েছে। সংবাদ মাধ্যম নানা সময়ে নানা রকম তথ্য দিয়েছে তার জন্মস্থান সম্পর্কে। এমনকি তার চলচ্চিত্র জীবনের প্রথমদিকে চ্যাপলিন নিজেও একবার বলেছেন যে তিনি ফ্রান্সের ফঁতেউব্ল শহরে জন্ম গ্রহণ করেছিলেন। ১৮৯১ সালের আদমশুমারী থেকে জানা যায় যে চার্লি তার মা হান্নাহ চ্যাপলিন এবং ভাই সিডনির সাথে ওয়ালওয়ার্থ, দক্ষিণ লন্ডনের বার্লো স্ট্রিটে থাকতেন, এটি কেনিংটন জেলার অন্তর্গত। ইতিমধ্যে তার পিতা চার্লস চ্যাপলিন জুনিয়ারের সাথে তার মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে। চ্যাপলিনের শৈশব কাটে প্রচণ্ড দারিদ্র আর কষ্টের মাঝে আর তাই হয়তো তিনি উপলদ্ধি করতেন দেওয়া ও পাওয়াতে কী আনন্দ। তিনি একটা কথা প্রায়ই বলতেন যে বৃষ্টিতে হাঁটা খুবই ভালো কারণ এই সময় কেউ তোমার চোখের অশ্রু দেখতে পায় না। অত্যধিক দারিদ্রই চ্যাপলিনকে শিশু বয়সেই অভিনয়ের দিকে ঠেলে দেয়...তার মা-বাবা দুজনেই মঞ্চের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাই এই পেশাতে আসাটাই তাঁর কাছে সহজ ছিল। চ্যাপলিন সেইসময়ের জনপ্রিয় লোকদল “জ্যাকসন্স এইট ল্যাঙ্কাসায়ার ল্যাডস” এর সদস্য হিসাবে নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর ১৪ বছর বয়সে তিনি উইলিয়াম জিলেট অভিনিত শার্লক হোমস নাটকে কাগজওয়ালা বিলির চরিত্রে অভিনয় করেন। এই সুবাদে তিনি ব্রিটেনের নানা প্রদেশে ভ্রমণ করেন ও অভিনেতা হিসাবে তিনি যে খুবই সম্ভাবনাময় তা সবাইকে জানিয়ে দেন ।
চার্লি চ্যাপলিনের চলচ্চিত্রসমূহ
কিস্টোন স্টুডিও
১৯১৪
Making a Living (ফেব্রু ২)
Kid Auto Races at Venice (ফেব্রু ৭)
Mabel's Strange Predicament (ফেব্রু ৯)
Between Showers (ফেব্রু ২৮)
A Film Johnnie (মার্চ ২)
Tango Tangles (মার্চ ৯)
His Favorite Pastime (মার্চ ১৬)
Cruel, Cruel Love (মার্চ ২৬)
The Star Boarder (এপ্রি ৪)
Mabel at the Wheel (এপ্রি ১৮)
Twenty Minutes of Love (এপ্রি ২০)
Caught in a Cabaret (এপ্রি ২৭)
Caught in the Rain (মে ৪)
A Busy Day (মে ৭)
The Fatal Mallet (জুন ১)
Her Friend the Bandit (জুন ৪) (চ্যাপলিনের একমাত্র সিনেমা যা হারিয়ে গেছে)
The Knockout (জুন ১১)
Mabel's Busy Day (জুন ১৩)
Mabel's Married Life (জুন ২০)
Laughing Gas (জুল ৯)
The Property Man (আগ ১)
The Face on the Bar Room Floor (আগ ১০)
Recreation (আগ ১৩)
The Masquerader (আগ ২৭)
His New Profession (আগ ৩১)
The Rounders (সেপ ৭)
The New Janitor (সেপ ১৪)
Those Love Pangs (অক্টো ১০)
Dough and Dynamite (অক্টো ২৬)
Gentlemen of Nerve (অক্টো ২৯)
His Musical Career (নভে ৭)
His Trysting Place (নভে ৯)
Tillie's Punctured Romance (নভে ১৪)
Getting Acquainted (ডিসে ৫)
His Prehistoric Past (ডিসে ৭)
এসানেই স্টুডিও
১৯১৫
His New Job (ফেব্রু ১)
A Night Out (ফেব্রু ১৫)
The Champion (মার্চ ১১)
In the Park (মার্চ ১৮)
A Jitney Elopement (এপ্রি ১)
The Tramp (এপ্রি ১১)
By the Sea (এপ্রি ২৯)
His Regeneration (মে ৭) (ক্যামিও: একজন কাস্টমার)
Work (জুন ২১)
A Woman (জুল ১২)
The Bank (আগ ৯)
Shanghaied (অক্টো ৪)
A Night in the Show (নভে ২০)
Burlesque on Carmen (ডিসে ১৮)
১৯১৬
Police (মে ২৭)
১৯১৮
Triple Trouble
মিউচুয়াল ফিল্ম করপোরেশন
১৯১৬
The Floorwalker (মে ১৫)
The Fireman (জুন ১২)
The Vagabond (জুল ১০)
One A.M. (আগ ৭)
The Count (সেপ ৪)
The Pawnshop (অক্টো ২)
Behind the Screen (নভে ১৩)
The Rink (ডিসে ৪)
১৯১৭
ইজি স্ট্রিট (জানু ২২)
The Cure (এপ্রি ১৬)
The Immigrant (জুন ১৭)
The Adventurer (অক্টো ২২)
ফার্স্ট ন্যাশনাল
১৯১৮
A Dog's Life (এপ্রি ১৪)
The Bond (সেপ ২৯)
Shoulder Arms (অক্টো ২০)
১৯১৯
Sunnyside (film)|Sunnyside (জুন ১৫)
A Day's Pleasure (ডিসে ১৫)
The Professor uncompleted
১৯২১
দ্য কিড (ফেব্রু ৬)
The Idle Class (সেপ ২৫)
১৯২২
Pay Day (এপ্রি ২)
১৯২৩
The Pilgrim (ফেব্রু ২৬)
ইউনাইটেড আর্টিস্ট্স
১৯২৩
A Woman of Paris (সেপ ২৬) (cameo)
১৯২৫
The Gold Rush* (জুন ২৬)
১৯২৮
The Circus (জানু ৬)
১৯৩১
City Lights (ফেব্রু ৬)
১৯৩৬
Modern Times (ফেব্রু ৫)
১৯৪০
The Great Dictator (অক্টো ১৫)
১৯৪২
The Gold Rush (মে ১৯)
১৯৪৭
Monsieur Verdoux (এপ্রি ১১)
১৯৫২
Limelight (অক্টো ১৬)
পরবর্তী প্রকাশনা
১৯৫৭
A King in New York (সেপ ১২)
১৯৫৯
The Chaplin Revue (সেপ ১)
১৯৬৭
A Countess from Hong Kong (জানু ৫) (ক্যামিও)
অন্যান্য
The Nut (মার্চ ৬, ১৯২১) (ক্যামিও: Chaplin impersonator)
Souls for Sale (মার্চ ২৭, ১৯২৩) (ক্যামিও: himself, celebrity director)
A Woman of the Sea (১৯২৬) (চ্যাপলিনের প্রযোজনা)
Show People (নভে ১১, ১৯২৮) (ক্যামিও: নিজ)
The Freak (১৯৬০ ও '৭০ এর দশক) (পরিকল্পিত, কিন্তু নির্মাণ করা হয়নি)
...............
সংগৃহিত
Reviewed by Dhuliyan City
on
23:42
Rating:
No comments: