শুরু হল রাজ্যে রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিলাপ

বুধবার থেকে শুরু হয়েছে রূপশ্রী প্রকল্পের ফর্ম বিলি। রাজ্য সরকারের এই প্রকল্পের অধীনে বিয়ের আগে ২৫,০০০ টাকা করে পাবেন কনেরা। তবে পরিবারের বাত্সরিক আয় ১.৫ লক্ষ টাকার কম হলে তবেই মিলবে এই প্রকল্পের সুযোগ। রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। 

রূপশ্রী প্রকল্পের ফর্ম বিলি শুরু হলেও অনলাইনে ফর্ম মিলতে আরও কিছুদিন লাগবে বলে জানিয়েছিল নারী ও শিশুকল্যাণ দফতর। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, এই ফর্ম প্রিন্ট করে নিয়ে পূরণ করে জমা দিতে হবে সংশ্লিষ্ট দফতরে।

কী করে পূরণ করবেন ফর্ম ?
মোট ৬ পাতার ফর্মে ৩টি পাতা পূরণ করতে হবে হবে আবেদনকারীকে। ২টি পৃষ্ঠা পূরণ করবেন সরকারি আধিকারিকরা। 

শর্তাবলী
১. পরিণীতার বয়স ১৮ বছর বা তার বেশি হলে তবেই মিলবে টাকা।
২. পাত্রের বয়স ২১ বছর বা তার বেশি হতে হবে। 
৩. পাত্রী বা পাত্রীর পরিবারকে অন্তত ৫ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে।
৪. পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
৫. অবিবাহিত তরুণীরা শুধুমাত্র প্রথম বিয়ের ক্ষেত্রেই পাবেন এই টাকা। 

প্রয়োজনীয় নথি
১. পাত্র ও পাত্রীর বয়সের প্রমাণপত্র। (জন্ম শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, প্রাথমিক বিদ্যালয়ের শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর যে কোনও একটি)
২. পাত্র ও পাত্রীর পাসপোর্ট মাপের ছবি (একটি করে)
৩. বিয়ের কার্ড বা ম্যারেজ রেজিস্টারের কাছে বিয়ে নথিভুক্ত করার আবেদনের নথি।
৪. পাত্রীর ব্যাঙ্কের পাশবইয়ের প্রথম পাতার ফটোকপি।  

১. ফর্মের প্রথম পাতার একেবারে ডানদিকের অংশও পূরণ করবেন আধিকারিকরা
২. নির্ভুল ভাবে ইংরাজি বড় হাতের হরফে পূরণ করতে হবে গোটা ফর্মটি
৩. লিখতে হবে আবেদনকারীর নাম
৪. আবেদনকারীর জন্মতারিখ
৫. বিয়ের তারিখ
৬. নির্দিষ্ট ফরম্যাচে লিখতে হবে আবেদনকারীর বিস্তারিত ঠিকানা
৭. লাগবে একটি পাসপোর্ট মাপের ফটোগ্রাফ

বেশ কয়েকটি স্বীকারোক্তি দিতে হবে। সঙ্গে দিতে হবে পাত্রের পরিচয়পত্রের বিস্তারিত।
সব শেষে পাত্রীর স্বাক্ষর ও তারিখ

কোথায় জমা দেবেন ফর্ম?
জেলায় বিডিও অফিসে জমা দিতে হবে রূপশ্রীর ফর্ম
ফর্ম জমা দেওয়া যাবে মহকুমাশাসকের দফতরেও
শহরে ফর্ম জমা দিতে হবে বরো অফিসে
বিয়ে ঠিক হওয়ার পর যাবতীয় প্রমাণ সহ পূরণ করতে হবে ফর্ম। ফর্মের তথ্য যাচাই করবেন সরকারি আধিকারিকরা। তথ্য নির্ভুল হলে বিয়ের ৫ দিন আগে অ্যাকাউন্টে জমা পড়বে ২৫,০০০ টাকা। 
এখানে ক্লিক করে ডাউনলোড করুন রূপশ্রী প্রকল্পের ফর্ম ।

https://drive.google.com/file/d/1qZ4P68iygNTgCyHKiPTPS0ckLM4cVxQ5/view?usp=drivesdk

Source :-  Social media

শুরু হল রাজ্যে রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিলাপ শুরু হল রাজ্যে রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিলাপ Reviewed by Dhuliyan City on 03:29 Rating: 5

No comments:

Powered by Blogger.