পুরোনো পাঁচ টাকার নোটের বদলে আপনি পেয়ে যেতে পারেন হাজার হাজার টাকা! কীভাবে জেনে নিন

ডিমানিটাইজেশনের পর বাজার থেকে উধাও হয়েছে পুরোনো নোট। নতুন নোট বাজারে আসার পর সরকার প্রায় সব পুরোনো নোটই তুলে নিয়েছে বাজার থেকে। কিন্তু তা সত্ত্বেও এখনও হয়ত কারও কারও কাছে রয়ে গেছে কিছু পুরোনো নোট। এবং এই পুরোনো নোটের মধ্যে অনেকের কাছেই হয়ত সে আগেকার পাঁচটাকার নোট রয়ে গেছে কিছু কিছু। যা হয়ত অনেকেই ব্যাঙ্কে জমা দিতে পারেন নি, কিংবা কেউ কেউ হয়ত স্মৃতি হিসেবেই কম বেশি দু, চারটি নোট রেখে দিয়েছেন নিজের কাছে।তবে এই পুরোনো পাঁচ টাকার নোট যদি সত্যি আপনার কাছে থেকে থাকে তাহলে হঠাৎ করেই আপনি পেয়ে যেতে পারেন কয়েক হাজার টাকা। বিশ্বাস হচ্ছে না? ভাবছেন একে অচল পুরোনো নোট, তায় পাঁচ টাকার নোট তার বদলে হাজার হাজার টাকা, হয়ত আজগুবি গপ্পো কথা। না একদমই তা নয়। অনেকেই হয়ত জানেন না এই নোটের গুন। আসুন একবার দেখে নেওয়া যাক এই পুরোনো পাঁচ টাকার নোটের বদলে হাজার হাজার টাকা পাওয়ার কথা স্রেফ গাঁজাখুরি গল্প নাকি সত্যি সত্যি পাওয়া যাচ্ছে।না পাঁচ টাকার নোটের বদলে হাজার হাজার টাকা পাওয়ার কথা শুধুই গল্প কথা নয়, সত্যি সত্যি তা পাওয়া যাচ্ছে। তবে সব পুরোনো পাঁচ টাকার নোটের বদলে নয়। আর এই তথ্য দিয়েছেন দিল্লির বিখ্যাত কর্পোরেশন অফ মেথর্ড রিসার্চ কোম্পানি সংক্ষেপে সিএমআরসি। সিএমআরসি জানিয়েছে যে বিশেষ ধরনের এক পাঁচ টাকার নোটে এই টাকা পাওয়া যাচ্ছে যা বাজারে খুবই কম পরিমাণে ছাড়া হয়েছিল। কিন্তু ঠিক কি রকম বিশেষ নোটের কথা বলছে এই কোম্পানি? আর কেনই বা তার বিনিময়ে পাওয়া যাচ্ছে এই পরিমাণ টাকা। আসুন একবার জেনে নেওয়া যাক।

অনেকদিন আগেই এই খবরটি ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া জগতে। কিন্তু যেহেতু অনেকই ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, ফলে অনেকেই ভাবছেন যে এই খবরটিও তেমনই একটি ভুয়ো খবর। কিন্তু তা একদমই নয়। আসুন এবার আসল খবরটি জেনে নেওয়া যাক। সিএমআরসির কথায় একটি বিশেষ ধরনের পাঁচ টাকার নোট একসময় বাজারে ছাড়া হয়েছিল। যার উপর এক ট্র্যাক্টর চালানো ব্যক্তির ছবি ছাপা হয়েছিল। এবং সেই বিশেষ ধরনের নোটের সংখ্যা শুরু হয়েছিল ৪৯জে দিয়ে।

এই নোটটির বদলেই সরকার দিচ্ছে কয়েক হাজার টাকা। কিন্তু কোথায় জমা দিতে হবে এই নোট যার বদলে আপনি পাবেন কয়েক হাজার টাকা? একবার চোখ বুলিয়ে নিন। দিল্লির নোট কর্পোরেশন মেথর্ডের নিজেস্ব একটি নির্দিষ্ট ওয়েব সাইট আছে। যে ব্যক্তির কাছে ওই রকম নোট রয়েছে তাকে প্রথমে একটি অনলাইন ফর্ম ফিলআপ করতে হবে। ওই ফর্মটি ফিলআপ করার পর ডাক যোগে নোট পাঠাতে হবে ওই কোম্পানির ঠিকানায়। শুধু নোট পাঠালেই হবে না। নোটের সঙ্গে ওই কোম্পানিকে পাঠাতে হবে আপনার ব্যাঙ্ক ডিটেলসও, যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যে ব্র্যাঞ্চে আপনার অ্যাক্যাউন্ট রয়েছে তার নাম, আপনার ব্যাঙ্কের আইএফএসই কোড, ইত্যাদি। এরপর যদি ওই কোম্পানি আপনার নোটগুলি খতিয়ে দেখে আপনার আবেদন মঞ্জুর করে তাহলে স্বাভাবিকভাবেই আপনার অ্যাকাউন্টে চলে আসবে সেই টাকা। মোটেও ফেক মনে করবেন না যেন এই খবরটি।

খবরটির সত্যটা যাচাই করতে পারেন ইন্টারনেটেও। তাহলে আর দেরী কেন যদি আপনার কাছে ওই রকম পাঁচ টাকার নোট থেকে থাকে তাহলে খুঁজে বের করে আবেদন করে দিন। আপনার কাছে যদি নাওবা থাকে তাহলে একবার পরিচিত বন্ধু বান্ধব কিংবা আত্মীয়দের মধ্যেও খোঁজ নিয়ে দেখতে পারেন হয়ত আপনার কাছের কেউই পেয়ে গেল সেই টাকা! তবে টাকা পাওয়ার শর্ত একটাই ওই কোম্পানির বলা বিবরণ অনুযায়ী নোট হতে হবে অর্থাৎ ট্র্যাক্টর চালানো ব্যক্তির ছবির সঙ্গে সঙ্গে পাঁচ টাকার নোটটির নাম্বার শুরু হতে হবে ৪৯জে দিয়ে। তাহলে লেগে পড়ুন  এখনই কপাল ভাল থাকলে পেয়ে যেতে পারেন লটারি।

Source:-
http://bengali.newsxplive.com/offbeat/value-of-old-5-rs-note/

পুরোনো পাঁচ টাকার নোটের বদলে আপনি পেয়ে যেতে পারেন হাজার হাজার টাকা! কীভাবে জেনে নিন পুরোনো পাঁচ টাকার নোটের বদলে আপনি পেয়ে যেতে পারেন হাজার হাজার টাকা! কীভাবে জেনে নিন Reviewed by Dhuliyan City on 19:36 Rating: 5

No comments:

Powered by Blogger.