৩৫০ বছরেরও বেশি পুরানো ঐতিহ্যবাহী নিমতিতার রাজবাড়ী আজ ধংসের মুখে

৩৫০ বছরেরও বেশি পুরানো ঐতিহ্যবাহী নিমতিতার রাজবাড়ী আজ ধংসের প্রহর গুনছে। ১৮৫৫ সালে গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকা নাথ চৌধুরীর প্রচেষ্টায় এই রাজবাড়ী নির্মাণ হয়। জরাজীর্ণ কঙ্কাল সার চেহারা নিয়ে আজও পদ্মা পাড়ে দাঁড়িয়ে আছে, শেষ চিহ্ন টুকুও পদ্মা গ্রাসে তলিয়ে যাবার অপেক্ষায়।

অথচ একসময় এখানেই নিয়ম করে নাটক চর্চার আসর বসতো। ক্ষীরোদা প্রাসাদ, বিদ্যাবিনোদ, শিশির কুমার ভাদুরী প্রমুখদের নাটক মঞ্চস্থ হত। অন্নদাশঙ্কর রায়, লীলা মজুমদার, নজরুল ইসলাম, দাদা ঠাকুর, বিশিষ্ট ব্যক্তিত্বের একসময় পদার্পন ঘটেছিল এই রাজবাড়িতে। সত্যজিৎ রায়ের জনপ্রিয় "জালসঘর", "দেবী","সমাপ্তি" ইত্যাদি ছবির শ্যুটিং  এই রাজবাড়িতেই হয়েছিল।

তাই অবিলম্বে এই রাজবাড়ীর সংস্কার জরুরী। প্রত্নতত্ত্ব বিভাগ, স্থানীয় প্রশাসন নজর দিলে পর্যটকদের গন্তব্য হতে পারে মুর্শিদাবাদের এই রাজবাড়ী।

Courtesy: সঞ্জয় দে

৩৫০ বছরেরও বেশি পুরানো ঐতিহ্যবাহী নিমতিতার রাজবাড়ী আজ ধংসের মুখে ৩৫০ বছরেরও বেশি পুরানো ঐতিহ্যবাহী নিমতিতার রাজবাড়ী আজ ধংসের মুখে Reviewed by Dhuliyan City on 00:05 Rating: 5

No comments:

Powered by Blogger.