প্রতি সপ্তাহে Safe Drive Save life রেলি করার উদ্যোগ নিলো সুতি থানা প্রশাসন ।

সুতি ২০ ডিসেম্বর :- মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গাবাদ এলাকায় সুতির পুলিশের উদ্দ্যেগে আজ safe drive save life নিয়ে প্রতি সপ্তাহে রালি করার উদ্দ্যেগ নিলো। বেশ কিছু দিন ধরে এলাকার মানুষ কে সচেতনতা করলে ও  কোন হেল দোল নেই এলাকার সাধারন মানুষের, এদিকে দিনের দিন এলাকায় বাড়ছে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা, সেই দিকের কথা মাথায় রেখে এলাকার মানুষকে সচেতন করতে এদিন থেকে প্রতি সপ্তাহে এক দিন করে রেলি Safe Drive Save life  করার উদ্দোগ নিলো সুতির প্রসাশন। 

প্রতি সপ্তাহে Safe Drive Save life রেলি করার উদ্যোগ নিলো সুতি থানা প্রশাসন । প্রতি সপ্তাহে Safe Drive Save life রেলি করার উদ্যোগ নিলো সুতি থানা প্রশাসন । Reviewed by Dhuliyan City on 01:50 Rating: 5

No comments:

Powered by Blogger.