এক কিলো হেরোইন সহ এক জনকে গ্রেপ্তার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ

ধুলিয়ান ১৯ ডিসেম্বর :- মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা পুলিশের তৎপরতায়  ফের ১ কেজি হেরোইন সহ এক পাচারকারী গ্রেপ্তার  । বিগত কয়েক মাস ধরে সামশেরগঞ্জ থানা পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে  বেআইনি মদ ব্যাবসা সহ ,অস্ত্র পাচার , জাল নোট ,সহ  বেআইনি কাজ থেকে শুরু করে অনেক কাজে সাফল্য এনেছে । বিগত শনিবার ( ২৬ /১২/২০১৭ )  এক লক্ষ্য টাকার জাল নোট বাজেয়াপ্ত করে । সেই ঘোর করতে না কাটতেই গত কাল  সোমবার ৩৪ নং জাতীয় সড়কে ডাকবাংলো এলাকা থেকে সমীর সেখ নামে এক ব্যাক্তিকে আটক করে সামশেরগঞ্জ থানার পুলিশ , তাকে সার্চ করে , তাঁর কাছ থেকে ১ কিলো হেরোইন উদ্ধার হয়। সামশেরগঞ্জ থানার ওসি শ্রী অমিত ভগত জানান, ঐ ব্যাক্তি ডাকবাংলো হয়ে পাকুড়ের উদ্যশ্যে হেরোইন নিয়ে যাচ্ছিলো বলে জানা যায় । ধৃত সমীর শেখ কে আজ জঙ্গিপুর কোর্টে তুলা হলে , তাকে দুদিন ডিমানতে রাখার নির্দেশ দেন ।

এক কিলো হেরোইন সহ এক জনকে গ্রেপ্তার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ এক কিলো হেরোইন সহ এক জনকে গ্রেপ্তার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ Reviewed by Dhuliyan City on 06:43 Rating: 5

No comments:

Powered by Blogger.