ফের বাল্যবিবাহ প্রতিরোধের করলো ব্লক প্রশাসন।

মুর্শিদাবাদ :- সামশেরগঞ্জে এক নাবালিকা ছাত্রীর বিয়ে রুখে দিলো ব্লক প্রশাসন। আগামী শনিবার ব্লকের গাজিনগরের বদরুল সেখের মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী জাসমিনারা খাতুনের (১৬) সাথে ব্লকেরই সাকারঘাট গ্রামের জামিরুদ্দিন সেখের বিয়ে হওয়ার কথা। কিন্তু বুধবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে ব্লক প্রশাসনকে এই খবর জানান আইনী সহায়তা কেন্দ্রের নেত্রী মহুয়া মুখোপাধ্যায়। সাথে সাথে সামশেরগঞ্জ ব্লক প্রশাসন এবং মহুয়া মুখোপাধ্যায় ছুটে যান ওই নাবালিকা মেয়েটির বাড়ি। নাবালিকার বাবা ও মা কে বুঝানো হয় বাল্যবিবাহের কুফল সম্পর্কে। দেখানো হয় আইনী জটিলতাও। পরে বুঝতে পেরে নাবালিকা মহিলার বাবা বিয়ে বন্ধ করার আশ্বাস দেন প্রশাসন কে।নাবালিকার বাবা বদরুল সেখ জানান, আমরা প্রথমে বুঝতে পারিনি তাই নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছিলাম। এখন ভুল বুঝতে পেরে মেয়ের বিয়ে বন্ধ করলাম।


সূত্রঃ নিউজ 24x7 বাংলা

ফের বাল্যবিবাহ প্রতিরোধের করলো ব্লক প্রশাসন। ফের বাল্যবিবাহ প্রতিরোধের করলো ব্লক প্রশাসন। Reviewed by Dhuliyan City on 04:37 Rating: 5

No comments:

Powered by Blogger.