বিশ্ববিদ্যালয়ের দাবী
লেখক-প্রিন্স খন্দকার
আশি লক্ষ মুর্শিদাবাদী
এতটাই শিক্ষাহীন,
ওগো সরকার আমাদের একটা,
বিশ্ববিদ্যালয় দিন !
পাঁচটি আছে মহকুমা
ছাব্বিশটি থানা,
বাংলার পুরোনো রাজধানী,
সবার আছে জানা,
সবই আছে সেখানে,শুধু
শিক্ষাই আছে হীন,
ওগো সরকার করছি আবদার,
বিশ্ববিদ্যালয় দিন !
নবাব সিরাজদৌল্লা আর
সৈয়দ মুস্তফা সিরাজ,
বাংলা এবং বাংলাসাহিত্যে
করেছিলেন রাজ,
তাঁদের প্রিয় মুর্শিদাবাদ
আজ মর্যাদাহীন,
ওগো সরকার পারলে একটা
বিশ্ববিদ্যালয় দিন !
বিখ্যাত গায়ক অরিজিৎ সিং,
মীরাক্কেলের মীর,
জন্মেছে এখানে কত গুণীজন,
শিল্পী লেখক বীর।
আজকে সবার একটাই দাবী,
সেটা মেনে নিন,
প্রিয় সরকার এবার একটা
বিশ্ববিদ্যালয় দিন !
সালার,মুর্শিদাবাদ
বিশ্ববিদ্যালয়ের দাবী নিয়ে সুন্দর একটি কবিতা
Reviewed by Dhuliyan City
on
03:36
Rating:
Reviewed by Dhuliyan City
on
03:36
Rating:
No comments: