মুর্শিদাবাদের একটি প্রাইমারি স্কুলের এই ছবিগুলো দেখে সত্যিই অবাক হতে হবে.

.
মুর্শিদাবাদ :- কুর্নিশ জানায় সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের যাঁদের অক্লান্ত পরিশ্রমে এই স্কুলটিকে অন্যমাত্রা পেয়েছে।।
৪০,ন‌ওপুকুরিয়া নূতনপাড়া প্রাথমিক বিদ্যালয়, মুর্শিদাবাদ
এর বিশেষ কয়েক বিষয় যা অন্য দের চেয়ে কিছুটা হলেও আলাদা ---
1.স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার 2016-17 প্রাপ্তি।
2.বিদ্যালয়ের ছাদেই সবজি বাগান "মরুদ্যান "
3.ভেষজ উদ্ভিদ 4.জল ধরো জল ভরো প্রকল্প 5.জল ধরো জল ভরো প্রকল্পে ম‌ৎস চাষ, 6.বৃষ্টির অতিরিক্ত জল কে ভূ গর্ভে (140ফুট ) পুনরায় পাঠিয়ে দিয়ে জল স্তরের ভারসাম্য রক্ষা 7.এই জল কে সবজি ক্ষেতে ব্যবহার 8.হাত ধোয়ার পর সেই জল কে পরিস্রুত করে পদ্মফুলের চাষ, 9.ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন রকম শৈল্পিক হাতের কাজ দিয়ে 'যামিনী রায় 'কক্ষ'
10.নিরাপদ চলন এর বিধি সম্মত স‌ংকেতের প্রাথমিক পরিচয়,11.কম্পিউটার প্রশিক্ষণ এর জন্য ল্যাব 12.নিরাপত্তার জন্য CCTV camera 13. স্মার্ট ক্লাসের জন্য প্রজেক্টের, কম্পিউটার ও এল ই ডি টিভি 42" 14.সকল শিক্ষার্থীদের জন্য  পরিচিতি সহ ব্যাগ। 15.মাননীয় রাষ্টপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দের পরিচয় সহ ছবি 16.শ্রেণি তে desk এর ব্যবস্থা। 17.  MDM  খাবার জন্য Desk. 18.আজকের খবর 19.শিশুদের জন্ম দিন পালন 20 .sound system
21.Indoor & outdoor gamesএর জন্য  পর্যাপ্ত সরঞ্জাম, 22.আধুনিক শৌচাগার 9 টি ,urinal -30 23.cwsn student দের জন্য অত্যাধুনিক শৌচাগার, 24. হাত ধোয়া জন্য -32টি বেসিন
25.পাঁচ জন মনীষীর আবক্ষ
 মূর্তি 26.টেরাকোটায় মানব বিবর্তন এর ইতিহাস 27.টেরাকোটায় বিবর্তনের ইতিহাস 28.টেরাকোটায় রবীন্দ্র -নজরুল, 29 ,টেরাকোটায় মহিলা প্রথম রাষ্ট্রপতি -প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী
30.পিছিয়ে পরা শিশুদের আলাদা ভাবে স্মার্ট ক্লাস,31.রক্তের গ্রুপ নির্ণয় 32.বিদ্যালয়ের প্রতিটি কোনে শিক্ষালাভের সুযোগ
33.অগ্নি নির্বাপক ব্যবস্থা -2 রকম ।34.নাচ ,গান, আবৃত্তি, ব্রতচারী প্রভৃতির কোচিং।
35.বিবিধ----------------------
ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।







ছবি ও তথ্য:- Biswajit Dutta ((সংগৃহীত))

মুর্শিদাবাদের একটি প্রাইমারি স্কুলের এই ছবিগুলো দেখে সত্যিই অবাক হতে হবে. মুর্শিদাবাদের একটি প্রাইমারি স্কুলের এই ছবিগুলো দেখে সত্যিই অবাক হতে হবে. Reviewed by Dhuliyan City on 06:31 Rating: 5

No comments:

Powered by Blogger.