পথ চলতি ছড়া - টোটোওয়ালা , কবিতা

 পথ চলতি ছড়া - টোটোওয়ালা 
------------------------------------------------
এম.এ,বি.এড পাশ করেছি,
কিন্তু চালাই টোটো।
খেয়াল বশে বিকেলবেলা
আজ তুলেছি ফটো।
টোটো চালাই শহর ঘুরি,
আয় হয় মোটামুটি।
কষ্টে সৃষ্টে জোগাড় করি
সংসারের ভাত রুটি। 
ইউনিভার্সিটির ডিগ্রীটা আর
লাগছে নাতো কাজে।
পিতা মাতার দুঃখ দেখে
যাই যে মরে লাজে।
পথের ধারে দাঁড়িয়ে থাকি, 
যাত্রী পাওয়ার আশায়।
ট্রাফিক পুলিশ দেখায় লাঠি, 
সুযোগ পেলেই শাসায়। 
নাম পড়েছে 'টোটোওয়ালা', 
ওই নামেই লোক ডাকে। 
মনের ভিতর স্বপ্ন আমার
স্বপ্ন হয়েই থাকে।

----------------------------
অতুল চন্দ্র সিংহ 
10.12.2017
----------------------------

পথ চলতি ছড়া - টোটোওয়ালা , কবিতা পথ চলতি ছড়া - টোটোওয়ালা , কবিতা Reviewed by Dhuliyan City on 21:12 Rating: 5

No comments:

Powered by Blogger.