তাস্কানি (ইতালি): আর কোনও জল্পনা নয়। ক্রিকেট-বলিউডের সবথেকে হাই প্রোফাইল বিয়েটা অবশেষে হয়ে গেল ইতালির তাস্কানিতে।
গত কয়েকদিন ধরে অপেক্ষায় ছিলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও বলিউড অভিনেত্রীর অগণিত ভক্তরা। প্রথমে জল্পনা ছিল মিলানে বিয়ে হচ্ছে। দুই পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং বিরাট -অনুষ্কার কয়েকজন বন্ধু উড়ে যান মিলানে । শেষ পর্যন্ত মিলান থেকে ঘন্টা তিনেক দূরে তাস্কানিতে এই বিয়ে হল।
বিয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল ‘বর্গ ফিনোচ্চিয়েতো’। সিয়েনা থেকে ৩০ মিনিটের পথ। তাসকানির চিত্রময় নিসর্গের মধ্যে বিলাস-বহুল দুর্গ। যাকে ঘিরে নীলে-সবুজে মিলে-মিশে একাকার। ২০০১ এ এই ভিলাটি কিনে নেন ইতালিতে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত জন ফিলিপ। এরপরই জায়গাটিকে ওয়েডিং ডেস্টিনেশন বানান তিনি। আর, এখন তা হাইপ্রোফাইল বিয়ের অন্যতম সেরা ঠিকানা। হলিউড তারকা, হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বিভিন্ন সংস্থার সিইও-প্রতিষ্ঠাতা। বহু বিশিষ্টজনের পা পড়েছে তাস্কানির এই প্রাসাদোপম ভিলায়। বিরুষ্কার প্রেমকাহিনিও পরিণতি পেল এখানেই।
আপাতত খবর মধুচন্দ্রিমা সেরে ২০ ডিসেম্বর দেশে ফিরবেন বিরাট-অনুষ্কা। ২১ তারিখ দিল্লিতে পরিবার-পরিজনদের জন্য রিসেপশন পার্টি। জানা গিয়েছে, দিল্লি থেকে মুম্বইতে এসে ওরলিতে নিজেদের নতুন অ্যাপার্টমেন্টে উঠবেন বিরাট-অনুষ্কা। সেখানেই ২৬ তারিখ ক্রিকেটার ও ফিল্ম জগতের বন্ধুবান্ধবদের জন্য রিসেপশন পার্টি দেবেন বিরুষ্কা। ২৮ তারিখ বিরাট বেরিয়ে যাবেন দক্ষিণ আফ্রিকায় খেলতে। ৫ তারিখ কেপটাউনে শুরু প্রথম টেস্ট ম্যাচ। অনুষ্কা শর্মাও দক্ষিণ আফ্রিকায় থাকবেন, গ্যালারি থেকে বিরাটকে উৎসাহ যোগাতে।
কিছুক্ষণের মধ্যেই টুইটারে নিজ নিজ অ্যাকাউন্টে ছবি পোস্ট করেন নব-দম্পতি। মজার কথা দুজনই একই বার্তা দেন। বিরুষ্কা লেখেন, আজ আমরা একে অপরকে চিরতরে ভালবাসার অঙ্গীকার করলাম। আপনাদের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে আমরা আশীর্বাদধন্য। আমাদের পরিবার, ভক্ত ও শুভাকাঙ্খীদের ভালবাসা ও সমর্থনের দৌলতে এই সুন্দর দিন আরও বিশেষ হয়ে উঠবে। আমাদের এই যাত্রার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে থাকার জন্য ধন্যবাদ।
জল্পনার অবসান, বিয়ে হল বিরাট-অনুষ্কার, টুইটারে ছবি প্রকাশ করলেন নব-দম্পতি
Reviewed by Dhuliyan City
on
18:36
Rating:
Reviewed by Dhuliyan City
on
18:36
Rating:



No comments: