নিজস্ব প্রতিবেক,ধুলিয়ান :-"বঞ্চনা নয় মুর্শিদাবাদে বিশ্ব বিদ্যালয় চাই"। এই দাবি নিয়ে পথে নেমেছে এসঅাইও নাম ছাএ সংগঠন। সংগঠনের তরফ থেকে তরফ থেকে ১০-২০ নভেম্বর সমগ্র জেলা জুড়ে চলছে প্রচার অভিযান, পথসাভা,মানববন্ধন, সাইকেল রালি,। সোমবার বিশ্ববিদ্যালয়ে দাবিকে অারো জোরালো করতে, এসআইও-র তরফ থেকে মুর্শিদাবাদে পূণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে জেলার সমস্থ কলেজ ধর্ম ঘাটের ডাক দেওয়া হয়। সেই মতো জেলার সমস্ত কলেজ ধর্ম ঘটে সামিল হয়েছেন সকল কলেজ পড়ুয়ারা। এদিকে ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে ধর্ম ঘটের খবর পাওয়া যাচেছ । তাঁর পাশাপাশি ঔরঙ্গবাদের দুঃখু লাল নিবারণচন্দ্র কলেজে ধর্ম ঘাট পালন করা হচ্ছে, অন্যদিকে সামশেরগঞ্জের নুর মহম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ে কলেজ ধর্ম ঘাট পালন করা হচেছ। সব মিলিয়ে জেলার সমস্ত কলেজে ধর্ম ঘাটের খবর পাওয়া যাচ্ছে । এদিন নুর মুহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ে ধর্ম ঘাটে উপস্থিত রয়েছেন
এসআইও-র জেলা সভাপতি সাদিকুর রহমান, বাসুদেবপুর অাঞ্চল সভাাপতি সামিম অাক্তার, ও অারও এসআইও-র সদস্যরা।
No comments: