সামশেরগঞ্জের তিনপাকুড়িয়া অঞ্চলের ১৬৭টি রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক অামিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ধুলিয়ান:- সামশেরগঞ্জে ব্লকের গোটা  তিনপাকুড়িয়া অঞ্চলের   নতুন করে বেশকয়েকটি রাস্তার শিলান্যাস করা হল এদিন। এর পাশাপাশি   সোমবার  গোটা তিনপাকুড়িয়া  অঞ্চল ব্যাপি ছোট  থেকে বড় রাস্তা সব  মিলিয়ে ১ কোটি ১  লক্ষ টাকা ব্যায়ে  ১৬৭ টি রাস্তার শুভ  শিলান্যাস করা হল।শিলান্যাস  করলেন  সামশেরগঞ্জের   বিধায়ক অামিরুল ইসলাম।

সামশেরগঞ্জের তিনপাকুড়িয়া অঞ্চলের ১৬৭টি রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক অামিরুল ইসলাম সামশেরগঞ্জের তিনপাকুড়িয়া অঞ্চলের ১৬৭টি রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক অামিরুল ইসলাম Reviewed by Dhuliyan City on 07:17 Rating: 5

No comments:

Powered by Blogger.