সুতি ১৩ নভেম্বর :- মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত নিমতিতা বিএসএফ ক্যাম্পের রাস্তায় গতকাল বিকেল ৪:৩৫ নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির ।
মৃতের নাম পার্থ মজুমদার । ওই সময় তিনি শারীরিক সমস্যার কারণে হাঁটতে বেরিয়েছিলেন ওই রাস্তায় । সেই সময় অপর দিক থেকে আচমকা ৩ টি বাইক রেষারেষি করতে করতে প্রবল গতিতে এসে তাঁকে পিষে দেয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । ঘটনায় একজনকে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ, খোঁজ চলছে আরও ২ জনের । ঘাতক বাইকটিকেও আটক করেছে পুলিশ । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
ধুলিয়ান সিটির পক্ষ থেকে মৃত পার্থ বাবুর পরিবারকে জানাই গভীর সমবেদনা ।
নিমতিতা বিএসএফ ক্যাম্পের রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১
Reviewed by Dhuliyan City
on
18:47
Rating:
Reviewed by Dhuliyan City
on
18:47
Rating:
No comments: