ইতিহাসের কিছু অবাক করা মৃত্যু ?

ইতিহাসে এমন কিছু মৃত্যুর ঘটনা আছে যা সত্যিই অদ্ভূত, অতিপ্রাকৃত ও অলৌকিক।  এমন কিছু অলৌকিক মৃত্যুর ঘটনা –

●  ফ্র্যন্সিস বেকন ।

বেকন ষোড়শ শতাব্দীর দার্শনিক, লেখক ও বিজ্ঞানী ছিলেন। ১৬২৫ সালে বেকন মাংস প্রিজার্ভ করার পদ্ধতি আবিষ্কার করতে মুরগীর উপর চালায় এক পরীক্ষা। পরীক্ষার জন্য তুষারপাতের ঝড়ের মাঝে মুরগী জমে কিনা দেখতে গিয়ে মুরগী সাথে তিনি নিজেই বরফে জমে মারা যান।

●  জেরোমি আরভিং রোডেইল ।

অর্গানিক মুড মুভমেন্টের একজন প্রধান উদ্যোক্তা এবং রোডেইল প্রেসের প্রতিষ্ঠাতা রোডেইল। ১৯৭১ সালে ৭২ বছর বয়সে, এক টিভি শো’র ইন্টারভিউতে অর্গানিক ফুডসের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে, তিনি ঘোষণা করেছিলেন তিনি ১০০ বছর বাঁচবেন। কিন্তু ঐ শো রেকর্ডিং এর সময়ই হার্ট এট্যক করে তিনি মারা যান।

●  স্টিভ ইরউইন ।

কুমির শিকারী স্টিভ ছিলেল দূর্দান্ত সাহসী। যে কোন ভয়াবহ পরিস্থিতিতে ঝাঁপিয়ে পরতেন তিনি। তবে ২০০৬ সালে এক ডকুমেন্টরি তৈরি করতে গিয়ে এক নিরীহ স্টিনগ্রে বার্ব মাছের লেজের কাঁটার আঘাতে মারা যান তিনি। কাঁটা তার হৃদযন্ত্র ছিদ্র করে দিয়েছিল।

●  এলিয়েজার ম্যাকাবিয়াস ।

সিরিয়ার শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ সৈনিক ছিলেন এলিয়েজার ম্যাকাবিয়াস। যুদ্ধের সময় বিরোধী রাজাকে হাতির উপর থেকে নামাতে ম্যাকাবিয়াস বর্ম দিয়ে রাজার হাতিকেই আক্রমণ করেন। হাতি মাটিতে লুটিয়ে পরলেও তা ম্যাকাবিয়াসের উপরেই পরে। ফলে হাতির নিচে চাপা পড়ে মারা যান তিনি।

●  কেনজি উরাদা ।

৩২ বছর বয়সী কেনজি ভাঙ্গা রোবট মেরামত করতেন। একদিন মেরামতের পর তিনি রোবট বন্ধ করতে ভুলে যান। তখন রোবটটি হঠাৎ চালু হয়ে কানজিকে গ্রাইন্ডিং মেশিনে ফেলে দেয়, যার ফলে নিজের মেরামত করা রোবটের হাতেই মারা পড়েন কেনজি।

●  জর্জ রিচমান ।

রিচম্যান ছিলেন একজন জার্মান ডাক্তার ও বিজ্ঞানী। ১৭৫৩ সালে এক সভায় থাকা কালীন তিনি বজ্রপাতের শব্দ শুনতে পান। প্রথমবারের মত বজ্রপাত কাছ থেকে দেখার আশায় নিজের বানানো উড্ডয়ন যন্ত্র নিয়ে আকাশে ওড়েন রিচমান। তখনই মাথায় বজ্রপাতের আঘাতে তিনি মারা যান।

●  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

সাল ১৯৫১,২৮ সেপ্টেম্বর, সময় - সন্ধ্যাকাল। ঝাড়খন্ডের এক শ্মশানঘাটের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন পথের পাঁচালী খ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হঠাৎ দেখলেন একদল শ্মশানযাত্রী শব নিয়ে যাচ্ছে। তিনি কৌতূহলী হয়ে তাকালেন এবং অবাক বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন, যে শব নিয়ে যাচ্ছে সে আর কেউ নয়, তিনি নিজে। বিভূতিভূষণ এই দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়লেন। তিনদিন পর অর্ধচেতন অবস্থায় Heart attack হয়ে তাঁর মৃত্যু হলো।

( সংগৃহিত )

পোষ্টটি ভাল লাগলে লাইক ও কমেন্ট দিয়ে গ্রুপে সক্রিয় থাকুন । ধন্যবাদ ।

ইতিহাসের কিছু অবাক করা মৃত্যু ? ইতিহাসের কিছু অবাক করা মৃত্যু ? Reviewed by Dhuliyan City on 06:40 Rating: 5

No comments:

Powered by Blogger.