এক স্কুলে তিন জোড়া যমজ ছাত্রী, ডাক নাম ত্রিরত্নী


জঙ্গিপুর ২৮ নভেম্বর :- ️ মুর্শিদাবাদ জেলার  রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের ২০ নম্বর দফরপুর পূর্ব  প্রাথমিক বিদ্যালয়ে তিন জোড়া যমজ ছাত্রীকে পড়াশোনার সুযোগ দিয়ে নজির গড়ল।তিন জোড়া যমজ ছাত্রীকে পেয়ে রীতিমতো খুশি শিক্ষক শিক্ষিকারা। যদিও শিক্ষক শিক্ষিরা মাঝে মধ্যে হোঁচট খান কোনটা কে বুঝতে । তা সত্বেও দফরপুরের মতো শিক্ষায় পিছিয়ে পড়া এলাকায় তিন জোড়া যমজ ছাত্রীর পড়াশোনার আগ্রহ দেখে গর্বিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজীৎ দাস। ২০ নম্বর দফর পুর পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা মোট - ২৫৩ জন। চারজন শিক্ষক ও পাশ্বশিক্ষিকা রয়েছেন। বিদ্যালয়ে তিন জোড়া যমজ ছাত্রী তিন ক্লাসে পড়ে। প্রথম শ্রেণীতে পড়ে যমজ বোন কাঞ্চন দাস ও কোয়েল দাস। দ্বিতীয় শ্রেণীতে পড়ে অপর যমজ কন্যা সেবি খাতুন ও বেবি খাতুন। তৃতীয় শ্রেণীতে পড়ে খুশি খাতুন ও হাসি খাতুন। তিন জোড়া যমজ ছাত্রী তিন শ্রেণীতে পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় খুবই ভালো। তিন জোড়া যমজ ছাত্রী তাদের নিজেদের মধ্যে এত মিল তা দেখে শিক্ষিকারা তাদের মস্করা করে বলেন, " ত্রিরত্নী "।এক সঙ্গে স্কুলে আসা। পাশাপাশি বসা। মিড ডে মিলের খাবার খাওয়া। এমন কি খেলাধূলো করে তারা এক সঙ্গে। চেহারাতে যেমন মিল। তেমনি তাদের মেলামেশা দেখে বোঝা দায়। এরা যমজ বোন না বান্ধবী। পোশাক আশাক স্কুল ব্যাগ সব একই রকম। বিদ্যালয়ের শিক্ষক দীপক কুমার দাস, আমরা গর্ববোধ করি শিক্ষক হিসাবে। মুর্শিদাবাদ জেলার কোন স্কুলে এক সঙ্গে তিন জোড়া যমজ কোন সন্তান পড়াশোনা করছে। দফরপুর পূর্ব চক্র সেই সৌভাগ্য অর্জন করেছে। দীপকবাবু আরো জানান, এর আগে বিদ্যালয়ে এক জোড়া যমজ বোনকে পড়াশোনা করানোর সুযোগ আমরা পেয়েছিলাম। টুম্পা দাস ও পম্পা দাস। তারা এখন অন্যএ অষ্টম শ্রেণীতে পড়ছে। এক কথায় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের ২০ নম্বর দফরপুর পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তিন জোড়া যমজ ছাত্রছাত্রীকে পেয়ে আনন্দে মশগুল হয়েছেন।

এক স্কুলে তিন জোড়া যমজ ছাত্রী, ডাক নাম ত্রিরত্নী এক স্কুলে তিন জোড়া যমজ ছাত্রী, ডাক নাম ত্রিরত্নী Reviewed by Dhuliyan City on 20:43 Rating: 5

No comments:

Powered by Blogger.