সামশেরগঞ্জ ব্লকের বেআইনি মদ ব্যাবসা বন্ধ করতে তৎপরতা প্রশাসন

ধুলিয়ান ২৯ নভেম্বর :- সামশেরগঞ্জ ব্লকের বেআইনি মদ ব্যাবসা বন্ধ করতে এবার ময়দানে নামলো প্রশাসন । মঙ্গলবার সামশেরগঞ্জ থানার উদ্দ্যেগে প্রায় দশ জায়গায় হানা দিয়ে বাজেয়াপ্ত করে চোলাই  ও দেশি মদ , তাঁর পাশাপাশি গ্রেপ্তার করে দশ জন  মাদক ব্যবসায়ীদের ।
সামশেরগঞ্জ ব্লকে বেআইনি মদ মুক্ত করতে এদিন থেকেই অভিযান শুরু করলো প্রশাসন ।
বেআইনি  মদের বিরুদ্ধে এই ব্লকের  কিছু অংশে ,বাসুদেবপুর,চাচন্ড,কাঁকুড়িয়া ,ভাসাইপাইকর, নিমতিতা, ধুলিয়ান টাউন ও অন্যান্য জায়গায় হঠাৎ হানা দিয়ে সমস্ত মদ ভেঙ্গে গুঁড়িযে দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ ।
শুধু মদের ঠেক ভাঙায় নয় , ব্লক থেকে মদ মুক্ত করতে প্রচারাভিযানও চালাবে বলে জানিয়েছেন সামশেরগঞ্জ থানার পুলিশ । সামশেরগঞ্জ থানার ওসি শ্রী অমিত ভকত এবিষয়ে জানান , এলাকায় অবৈধ মদের কারবার বন্ধ করতে আমরা উদ্দ্যেগ নিয়েছি।

সামশেরগঞ্জ ব্লকের বেআইনি মদ ব্যাবসা বন্ধ করতে তৎপরতা প্রশাসন সামশেরগঞ্জ ব্লকের বেআইনি মদ ব্যাবসা বন্ধ করতে তৎপরতা প্রশাসন Reviewed by Dhuliyan City on 21:03 Rating: 5

No comments:

Powered by Blogger.