ধুলিয়ান ২৯ নভেম্বর :- সামশেরগঞ্জ ব্লকের বেআইনি মদ ব্যাবসা বন্ধ করতে এবার ময়দানে নামলো প্রশাসন । মঙ্গলবার সামশেরগঞ্জ থানার উদ্দ্যেগে প্রায় দশ জায়গায় হানা দিয়ে বাজেয়াপ্ত করে চোলাই ও দেশি মদ , তাঁর পাশাপাশি গ্রেপ্তার করে দশ জন মাদক ব্যবসায়ীদের ।
সামশেরগঞ্জ ব্লকে বেআইনি মদ মুক্ত করতে এদিন থেকেই অভিযান শুরু করলো প্রশাসন ।
বেআইনি মদের বিরুদ্ধে এই ব্লকের কিছু অংশে ,বাসুদেবপুর,চাচন্ড,কাঁকুড়িয়া ,ভাসাইপাইকর, নিমতিতা, ধুলিয়ান টাউন ও অন্যান্য জায়গায় হঠাৎ হানা দিয়ে সমস্ত মদ ভেঙ্গে গুঁড়িযে দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ ।
শুধু মদের ঠেক ভাঙায় নয় , ব্লক থেকে মদ মুক্ত করতে প্রচারাভিযানও চালাবে বলে জানিয়েছেন সামশেরগঞ্জ থানার পুলিশ । সামশেরগঞ্জ থানার ওসি শ্রী অমিত ভকত এবিষয়ে জানান , এলাকায় অবৈধ মদের কারবার বন্ধ করতে আমরা উদ্দ্যেগ নিয়েছি।
সামশেরগঞ্জ ব্লকের বেআইনি মদ ব্যাবসা বন্ধ করতে তৎপরতা প্রশাসন
Reviewed by Dhuliyan City
on
21:03
Rating:
Reviewed by Dhuliyan City
on
21:03
Rating:
No comments: