জল নিকাশি ব্যবস্থা না থাকায় বেহাল গ্রামবাসী

ধুলিয়ান ৩ অক্টোবর :- ফারাক্কা থানার অন্তর্গত অর্জুনপুর অঞ্চলের জয়রামপুর দক্ষিণপাড়া গ্রাম বর্ষার জল জমে বেহাল অবস্থা গ্রামবাসীর । জল নিকাশির ব্যাবস্থা না থাকায় সামান্য পরিমাণ বৃষ্টির জেরে জল বন্দি হয়ে পড়ে গ্রামবাসী । একটি মাত্র ড্রেন থাকায় , সেই ড্রেন টি বিগত কয়েক বছর ধরে  কিছু কারণ বসত বন্ধ হয়ে যায় ।  বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে ব্লক প্রশাসনকে জানিয়ে কোন সমস্যা হয়নি। গতকালের বৃষ্টিতে ফের হাঁটু জল জমে ।  ফলে একটু বৃষ্টি হলেই জল জমে যায় গ্রামে । গ্রামে বেশির ভাগ বাড়ির আশেপাশে জল জমে আছে বলে অভিযোগ স্থানীয়দের।  MLA মইনুল হক জানাই , কিছু দিন আগে জয়রামপুর দক্ষিণপাড়া গ্রামের সমস্যা শুনে ছুটে যান । গ্রাম পরিদর্শন করেন , ফলে অতি শীঘ্রই জল নিকাশির ব্যবস্থার আশ্বাস দেন ।

জল নিকাশি ব্যবস্থা না থাকায় বেহাল গ্রামবাসী জল নিকাশি ব্যবস্থা না থাকায় বেহাল গ্রামবাসী Reviewed by Dhuliyan City on 23:07 Rating: 5

No comments:

Powered by Blogger.