☑সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গ এর মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির নিকট মনিগ্রামে গড়ে উঠেছে ।বিদ্যুৎ কেন্দ্রটি সাগরদিঘি শহর থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত।বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন পরিষদ| এটি একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। ৭ সেপ্টেম্বর ২০০৮ সালে এটি চালু হয়।
➡#নির্মাণ
▶বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে চীন এর ডোনংফানং ইলেট্রিক কর্পোরেশন ।বিদ্যুত কেন্দ্রের নির্মাণ শেষ হয় ২০০৮ সালে। নির্মাণে খরচ হয় ₹২৭.০৫ বিলিয়ন ।
➡#উৎপাদন_ক্ষমতা
▶প্রধান জ্বালানী বিটুমিনাস কয়লা
▶সক্রিয় ইউনিট ৩
▶বিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপানদ ক্ষমতা ১১০০ মেগাওয়াট।
➡#যোগাযোগ
▶বিদ্যুৎ কেন্দ্রটি এনএইস ৩৪ থেকে ১৪ কিমি দূরে ও মনিগ্রাম রেল স্টেশন থেকে ১ কিমি দূরে ।এটি ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত।
সূত্রঃ আমাদের মুর্শিদাবাদ
সাগরদীঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের কিছু তথ্য
Reviewed by Dhuliyan City
on
22:06
Rating:
Reviewed by Dhuliyan City
on
22:06
Rating:
No comments: