মাসুদ রানা, ধুলিয়ান ০২ অক্টোবর :- অাবারও সামসেরগঞ্জে বিরোধী দলে ভাঙন অব্যাহত। এবার ভাঙন প্রতাপগঞ্জ অঞ্চলে।প্রাতাপগঞ্জ অঞ্চলে কংগ্রেসের পাঞ্চায়েত সমিতির মেম্বার ওয়াসেফ অালি কংগ্রেস ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন।অার। এর পাশাপাশি এই পঞ্চায়েতের মেম্বার ডা:অালম, সিপিএম ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন। দলবদল করার ব্যাপারে বিরোধী দলের নেতাদের জিঙ্গাসা করা হলে, তাঁরা বলেন যে, পশ্চিম বাংলা জুড়ে মমতা বন্দোপাধ্যায় সাধারন ও নিম্নবিত্ত মানুষের কথা ভেবে বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন যেমন, খাদ্য সাথি, সাস্থ্য সাথি কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্প চালু করেছেন। তার পাশাপাশি সামসেরগঞ্জের বিধায়ক অামিরুল ইসললাম পুরো সামসেরগঞ্জ জুড়ে বিভিন্ন রকম উন্নয়ন মূলক কাজ করে চলেছেন যেমন রাস্তাঘাট,পানীয়জল, রাস্তায় উপরে এলএডি লাইট, এর পাশাপাশি অার বিভিন্ন রকম উন্নয়ন মূলক কাজ করে চলেছেন। অার এই উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহন করতে কংগ্রেস এবং সিমিএম ছেড়ে পঞ্চায়েত সমিতির মেম্বার সহ ৫০০ জন কর্মী তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন।তাঁদের হাতে তৃনমূল কংগ্রেসের পতাকা তুলে দিলেন বিধায়ক অামিরুল ইসলাম। যোগদান অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বিধায়ক অামিরুল ইসলাম, সহিদুল হক, অাসিফ ইকবাল, ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।
Reviewed by Dhuliyan City
on
08:55
Rating:
No comments: