সামসেরগঞ্জে প্রায় এক হাজার দুস্থ পরিবারকে মশারী বিতরণ

 

মাসুদ রানা,ধুলিয়ান:- সামসেরগঞ্জে  রাস্তাঘাট পানীয়জল,  এর পাশাপাশি বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ  করে চলেছেন  তৃনমূলের যুব সভাপতি তথা বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় সামশেরগঞ্জ বাসির সেবায় নিজেকে সবসময়  নিয়জিত রেখেছেন।আবার তার সামাজিক চেতনার প্রমান দিলেন মশাড়ি বিতারণের মাধ্যমে। বেশকিছুদিন  অাগে সামসেরগঞ্জের বিভিন্ন এলাকাজুড়ে জুড়ে ডেঙ্গু থাবা বসায়।তাঁর জন্য বিধায়ক অামিরুল ইসলামের উদ্যেগে বিভিন্ন এলাকাজুড়ে ব্লিচিং পাওডার  ও স্পেরে করা হয়। এবং  কিছুটা হলে ও এলাকা ডেঙ্গু মুক্ত করা হয়। এর পাশাপাশি   যে সব দুস্থ গরিব পরিবারেরা পয়সাকড়িরর অভাবে মশারী কিনতে পারে না। সেই সব দুস্থ  পরিবারের পাশে এবার দাড়ালেন  এলাকার বিধায়ক অামিরুল ইসলাম। সেই সঙ্গে এক হাজার   দুস্থ  পরিবারকে মশারী বিতরণ করা হয়। ভবিস্ততে অারো মশারী দেওয়ার কথা ঘোষনা করা হয়। অার এই বিধায়ক অামিরুল ইসলামের মশারী বিতরণে খুশি পুরো সামসেরঞ্জ  বাসী।

সামসেরগঞ্জে প্রায় এক হাজার দুস্থ পরিবারকে মশারী বিতরণ সামসেরগঞ্জে প্রায় এক হাজার দুস্থ পরিবারকে মশারী বিতরণ Reviewed by Dhuliyan City on 20:18 Rating: 5

No comments:

Powered by Blogger.