বহরমপুর ২৩ সেপ্টেম্বর : মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রকল্পে কাজ করতে না পেরে ২৫ কোটি টাকা ফেরত পাঠাল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। গতকাল বিকেলে জেলা প্রশানের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলাশাসক পি উলগানাথন। দশ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন খাতের ওই টাকা পড়েছিল। কাজ না করে এভাবে টাকা ফেরত পাঠানোয় জেলা প্রশাসনের ব্যর্থতা সামনে এল বলে মনে করছে বিভিন্ন মহল। এতদিন কেন ওই টাকা পড়ে রয়েছে, তার জবাবে জেলাশাসক বলেন, “আমি মাস তিনেক হল এই জেলার দায়িত্বে এসেছি। তদারকি করেই অব্যবহৃত টাকা ফেরত পাঠানোর ব্যবস্থা করেছি। জেলাপ্রশাসনের বৈঠকে আলোচনা করে টাকা ফেরত পাঠানো হয়েছে।
বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন খাতে রাজ্য সরকার সময়মতো টাকা বরাদ্দ করেছে। এমনকী সংখ্যালঘু দপ্তর ও পরিকল্পনা দপ্তরে একই খাতে দু’বার বরাদ্দ এসেছে। কিন্তু, পরিকল্পনার অভাবে টাকা খরচ করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর। এরমধ্যে আমার বাড়ি, অধিকার, চাষ ও বসবাস প্রকল্প নামে বেশ কয়েকটি প্রকল্প ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে। কিন্তু, সেইখব খাতের পুরানো টাকা এতদিন জেলায় বিভিন্ন নন ইন্টারেস্ট ফান্ডে পড়েছিল। এছাড়া জেলা পরিষদে অব্যবহৃত আর আই ডি এফ ও ২০০২ সালের বন্যা ত্রাণের মোট ৭ কোটি টাকা খরচই হয়নি। সংখ্যালঘু উন্নয়ন, এম এস ডি পি সর্বশিক্ষা, পরিকল্পনা ইত্যাদি খাতে অব্যবহৃত অবস্থায় এতদিন পড়েছিল বহু টাকা। কার্যত জেলা প্রশাসনের নিজেদের ব্যর্থতার কারণেই সেইসব টাকা খরচ হয়নি বলেই স্বীকার করে নেওয়া হয়েছে।
গতকাল জেলা প্রশাসনের এক বৈঠকে আলোচনা করে সেইসব টাকা ফেরত পাঠানো হয়েছে। জেলার উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে যখন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে, তখন উন্নয়ন প্রকল্পের টাকা খরচ না করে ফেরত পাঠানোয় প্রশ্নের মুখে পড়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন
সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ
Reviewed by Dhuliyan City
on
02:11
Rating:
No comments: