সবুজ সাথী প্রকল্পে সাইকেল না পাওয়ায় তালা ঝুললো ধুলিয়ান পৌরসভার মেন গেটে ।

ধুলিয়ান ২৩ সেপ্টেম্বর :রাজ্য সরকারের  সবুজ সাথী প্রকল্পে সাইকেল না পাওয়ায় ধুলিয়ান পৌরসভার বিক্ষোভ স্কুল পড়ুয়াদের । মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের অন্তগত ধুলিয়ান পৌরসভার প্রাঙ্গণে গত কাল ধুলিয়ান শহরের অন্তধীন ৫ টি  হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রীদের সাইকেল বিতরণ করা হয় ।

গত কাল  ধুলিয়ান কাঞ্চনতলা হাইস্কুলের ছাত্ররা সাইকেল বিতরনের কথা জানতে পারেন । সেই  সাইকেল বিতরণ করা কে কেন্দ্র করে আজ ধুলিয়ান পৌরসভার মেন গেটে তালা ঝুলিয়ে দেয় পড়ুয়ারা ।স্কুল পড়ুয়ারা জানান ,  তাঁরা ২০১৬ সালে সবুজ সাথীর প্রকল্পের সাইকেল না পাওয়ায় তাঁরা এক আন্দোলন করেন , সেই সময় SDO ,BDO ও ধুলিয়ান পৌরসভার পৌরপ্রধান তাঁদের কে আশ্বাস দেন, প্রথম লটে ৫০০ টি সাইকেল  আসবে তাঁদের কে এক সপ্তাহের মধ্যেই সব সাইকেল দেওয়ায় হবে । ( ৩০/ ১১/ ২০১৬ ) ।  এবং আগামী কিছু দিনের মধ্যে দু - লটের ১০০০ টি সাইকেল তাঁদের কে ( ১৫/১২/২০১৬ ) মধ্যেই  ফিটিং করে তাঁদের দেওয়া হবে বলে জানা যায় ।  



এক সপ্তাহের মধ্যেই প্রথম লটের সাইকেল দেওয়া হলে । দ্বিতীয় লটের সাইকেল থেকে তাঁরা বঞ্চিত থাকায় আজ কাঞ্চনতলা হাইস্কুলের ছাত্ররা আজ ধুলিয়ান পৌরসভার ঘেরাও করে , তালা ঝুলিয়ে দেয় মেন গেটে। ঘটনা স্থলে পুলিশ বাহিনী পৌঁছে কিছুটা আন্দোলকে নিয়ন্ত্রণে আনে। কিন্তু পড়ুয়ারা পৌরসভার মেন গেটে তালা সরিয়ে নিতে নারাজ । খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন সামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম ও পৌরপ্রধান সুবল সাহা , হাইস্কুল পড়ুয়াদের নিয়ে এক সমালোচনা মাধ্যমে বিক্ষোভ উঠিয়ে নেয় পড়ুয়ারা । 



ভিডিও দেখুন 
সবুজ সাথী প্রকল্পে সাইকেল না পাওয়ায় তালা ঝুললো ধুলিয়ান পৌরসভার মেন গেটে । সবুজ সাথী প্রকল্পে সাইকেল না পাওয়ায়  তালা ঝুললো ধুলিয়ান পৌরসভার মেন গেটে । Reviewed by Dhuliyan City on 00:54 Rating: 5
Powered by Blogger.