নিজস্ব সংবাদদাতা,DC,ধুলিয়ান ৩ অক্টোবর :- নতুন করে অাবার ডেঙ্গু থাবা বসাল সামসেরগঞ্জে ব্লকে। এবার ঘটনাস্থল সামসেরগঞ্জ ব্লকের নতুন জালাদিপুর গ্রাম। নতুন জালাদিপুর গ্রামের সাহেব সেখ এর মেয়ে, তথা বাসুদেবপুর হাই স্কুল এর অষ্টম শ্রেনির ছাএি সাবানা খাতুন বেশকয়েক থেকে থেকে জ্বর ও মাথা যন্ত্রনা নিয়ে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ভর্তি ছিলেন। এবং সেখানে রক্ত পরীক্ষা করা হলে বছর পনের সাবানা খাতুনের শরীরে ডেঙ্গু ধরা পড়ে।সেই মতো জঙ্গি মহুকুমা হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা শুরু হয়। চিকিৎসা শুরু হলে চিকিৎসায় সাড়া দিয়ে সাবানা ধিরে ধিরে সুস্থ্য হয়ে ওঠে।এবং সপ্তাখানেক হাসপাতালে থাকার পর। হাসপাতাল তরফ থেকে প্রয়োজনীয় ঔষুধ দিয়ে সাবানা খাতুন কে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। তাঁর পর সাবানা খাতুন বাড়ীতে দুই তিনদিন ভালো থাকার পর অাবার বমি, মাথা যন্তনা,জ্বর, হওয়ায় অশুস্থ্য হয়ে পড়ে। অাবার অশুস্থ হওয়ার পর তাকে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ভর্তি করা হলে, কিছুক্ষণ সাবানার চিকিৎসা চলে। এবং সেখানে চিকিৎসায় সাড়া না দেওয়ায়, অবস্তার অবনতি হওয়ায়, তাকে মুর্শিদাবাদ মেডিকাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে দুই দিন ধরে চিকিৎসা চলে। চিকিৎসকের যেটা যাছেন যে রক্তের প্লেট লেট এতোটায় কমে যায় যে, তাঁর পুরো শরীর সাদা হতে থাকে। এবং চিকিৎসায় না সাড়া দেওয়ায়, অাবার তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গত পরশু দিন কলকাতা, এন আর এস, হাসপাতালে রেফার করা হয়। এবং সেখান দুই ধরে চিকিৎসা চলে। চিকিৎসায় কোনও সাড়া দেওয়ায় তাকে গতকালকে অাইসিউতে রাখা হয়। অাবশেষে অাজ রাত দু টার সময় পরিবারের সবাকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিলেন অষ্টম শ্রেনীর সাবানা খাতুন। সাবানা খাতুন মূত্যেুতে পরিবারের লোকজনদের পাশাপাশি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।অন্যদিকে সাবানা খাতুন এর বান্ধবী টুম্পা খাতুন বলেন যে সাবানার মৃত্যু কোনও মতেয় মেনে নিতে পারছিনা। অামরা দুজনে মিলে একসাথে স্কুল যেতাম, কিন্ত অার একসাথে স্কুল যাওয়া হলো না।
Reviewed by Dhuliyan City
on
03:10
Rating:
No comments: