ক্লাবের উদ্দ্যেগে মোশা নাশক স্প্রে ছেটান হচ্ছে

জঙ্গিপুর ১ নভেম্বর :- মুর্শিদাবাদের বাজার পাড়া চৈতক এ্যাথালেটিক ক্লাবের উদ্দ্যেগে এদিন পাড়ায় পাড়ায় মোশা নাশক স্প্রে করলেন ক্লাবের কর্ম কর্তারা। বেশ কয়েক দিন ধরেই এলাকার মানুষরা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তী হচ্ছে, ডেঙ্গু প্রভাব ক্রমাগত বাড়ছে এলাকায়, তার সরকারী সাহায্যের কথা না ভেবে ক্লাবের কর্মকর্তারা নেমে পড়লেন মোশা নাশক স্প্রে নিয়ে এদিন তারা রঘুনাথগঞ্জ বাজার পাড়া গঙ্গা সংলগ্ন এলাকায় তারা স্প্রে করেন।

ছবি ও তথ্য – সুমন্ত দাস

ক্লাবের উদ্দ্যেগে মোশা নাশক স্প্রে ছেটান হচ্ছে ক্লাবের উদ্দ্যেগে মোশা নাশক স্প্রে ছেটান হচ্ছে

Reviewed by Dhuliyan City on 22:44 Rating: 5

No comments:

Powered by Blogger.