সবলা স্কিমে কিশরী শক্তি যোজনার শুভ সুচনা

মুর্শিদাবাদ ৩১ অক্টোবর :- সবলা স্কিমে কিশরী শক্তি যোজনার মুর্শিদাবাদে শুভ সুচনা করলেন মন্ত্রী শশী পাঁজা। আজ বহরমপুরের সার্কিট হাউসে একটি অনুষ্ঠানের মাধ্যমে জেলার ডি এম পি উলাঙ্গানাথন এবং মন্ত্রী শশী পাঁজা এই সবলা স্কিমে কিশরী শক্তি যোজনার শুভ সুচনা করেন। এই যোজনায় ১১ থেকে ১৮ বছরের মেয়েরা তাদের পড়াশোনা ও জীবনে উঠে দাড়ানোর ক্ষেত্রে এই যোজোনার লাভ গ্রহণ করতে পারে। থাকছে খাওয়া দাওয়া, লাইভ স্টাইল, এডুকেশন ইত্যাদি ক্ষেত্রে তারা সুযোগ পাবে, এই প্রথম মুর্শিদাবাদে এই প্রকল্প চালু হল। যারা স্কুলে যায় না তাদের যাথে স্কুলে আনা যায় সেই দিকে তাদের নজর দেওয়া হবে। এদের মধ্যে কন্যাশ্রী যুক্ত হবে যাবে। যে সমস্থ জেলা এখন নন সবলা রয়েছে তাদেও খুব তারাতারি এই স্কিমে আনার চেষ্টা চলছে।



সূত্রঃ ntvwb

সবলা স্কিমে কিশরী শক্তি যোজনার শুভ সুচনা সবলা স্কিমে কিশরী শক্তি যোজনার শুভ সুচনা

Reviewed by Dhuliyan City on 02:45 Rating: 5

No comments:

Powered by Blogger.