সরকারী আবাসনে মধুচক্রের আসর শুনতে গল্প লাগলেও এটায় বাস্তব

ফারাক্কা ৭ অক্টোবর :- সরকারী আবাসনে মধুচক্রের আসর শুনতে গল্প লাগলেও এটায় বাস্তব। গত কাল দুপুরে পুলিশের হানাদারিতে হাতে নাতে ধরা পড়ল দুই জোড়া কিশোর কিশোরী। ঘটনার জেরে ব্যাপক হারে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। পরবর্তীতে আবার পুলিশ প্রশাসনের সুবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও   সবার মনে প্রশ্ন কী ভাবে সরকারী আবাসনে এই ধরনের ঘটনা  ঘটলো ।ব্যারেজ প্রকল্পের কর্তারা হাজার প্রশ্নের কাঠগড়ায়।ব্যারেজ প্রকল্পের অনেকে আবাসনে থাকেন না। দীর্ঘদিন ধরে আবাসনের ফাঁকা ঘরগুলি স্থানীয় মানুষ ব্যবহার করে বলে অভিযোগ। বিনিময়ে ব্যারেজ প্রকল্পের শীর্ষস্থানীয় কর্তারা মোটা টাকা নিতেন বলেও অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন থেকে আবাসনের ওই ঘরগুলিতে মদ, জুয়া ও মধুচক্রের আসর বসত বলে পুলিশের কাছে খবর ছিল।

এদিন দু’য়ে দু’য়ে চার হয়। ঘরটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। পুলিশ তালা ভেঙে ভিতরে ঢুকে আপত্তিকর অবস্থায় দুই কিশোর-কিশোরীকে গ্রেপ্তার করে। ধৃত দুই কিশোরের নাম প্রসেনজিৎ চৌধুরী ও মিঠুন চৌধুরি। তাদের বাড়ি পলাশি গ্রামে। আর দুই কিশোরীই নিউ ফরাক্কা হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী বলে পুলিশ সূত্রে খবর।

সূত্রঃ নিউজ 24x7 বাংলা

সরকারী আবাসনে মধুচক্রের আসর শুনতে গল্প লাগলেও এটায় বাস্তব সরকারী আবাসনে মধুচক্রের আসর শুনতে গল্প লাগলেও এটায় বাস্তব Reviewed by Dhuliyan City on 21:49 Rating: 5

No comments:

Powered by Blogger.