ধুলিয়ান ৬ অক্টোবর :- পৃথিবীর একটি মাত্র উপগ্রহ চাঁদ । এই চাঁদেরও কলঙ্ক রয়েছে ,তবে এই কলঙ্কই চাঁদের সৌন্দর্য বৃদ্ধি করে । এই সৌন্দর্য বৃদ্ধির কারণ হল চাঁদে অবস্থিত বিভিন্ন পাহাড় । ধুলিয়ান নিয়ে এল এই চাঁদের পাহাড়ের যাত্রা করার এক সুবর্ণ সুযোগ।
অবাক হলেন কিভাবে আপনারা এই যাত্রা করবেন , চলুন এবার উপায়টা বলে ফেলি। ধুলিয়ান বর্তমানে বহুল সমৃদ্ধশীল একটা শহরে পরিণত হয়েছে ,তাই অবাক হওয়ার কিছুই নাই ,চাঁদের পাহাড়ের যাত্রা করার ব্যাপারটা কোন অদ্ভুদ ঘটনা নয়। ধুলিয়ানের ডাকবাংলা থেকে যাত্রা শুরু করুন যে কোন পরিবহন ব্যবস্থার (উড়োজাহাজ, জলজাহাজ ছাড়া) অর্থাৎ সাইকেল,মোটর সাইকেল কিংবা চারচাকা প্রভৃতির মাধ্যমে বাজারের উদ্দেশ্যে আর দেখুন কেমন যাত্রা হয় । সত্যিই এটা একটা সুবর্ণ সুযোগ তাই না । কি চাঁদে যাত্রা করলেন তো ❔❔❔শুধু ধুলিয়ান ডাকবাংলা মোড় থেকে বাজার নয় এমন যাত্রা উপভোগ করতে পারবেন দিঘড়ি হাই স্কুল থেকে কাঁকুড়িয়া যাত্রার ক্ষেত্রেও এক অদ্ভুদ রোমাঞ্চকর চাঁদের পাহাড় যাত্রা।
ব্যাপারটা সত্যিই খুবই মজাদার তাই না ❔❔
চাঁদের যাত্রা দেখেনিন
চাঁদের পাহাড়ে যাত্রার সুবর্ণ সুযোগ
Reviewed by Dhuliyan City
on
09:21
Rating:
Reviewed by Dhuliyan City
on
09:21
Rating: