DC Viewers , সুতি ৬ অক্টোবর :- গত ১ মাস ধরে অজানা জ্বরের প্রকোপ দেখা দিল সুতি এক নম্বর ব্লকের আহিরন গ্রাম পঞ্চায়েতের গাঙ্গীন গ্রামে । কেই বলে অজানা জ্বর বা ডেঙ্গুর প্রকোপে কারনে এই গ্ৰামে ২ জন মারা যায় । এবং গ্ৰামবাসীরা অনবরত অজানা জ্বর বা ডেঙ্গুতে ভুগতে থাকে। সাস্থ্য দপ্তর থেকে আশ্বাস দেওয়া হলেও, পরে আর কোনো প্রতিরোধক ব্যবস্থা করেননি আহিরন সাস্থ্য দপ্তর বলে জানা যায় গ্রামবাসীর কাছে ।
গত কাল এই বিষয়ে সাস্থ্য আধিকারিক কে ডেপুটেশন জমা দেয়, গাঙ্গিন গ্রামের এর যুবসমাজরা । যে কাজ গত ২৪ দিনে হয়নি সেই কাজ ২৪ ঘন্টায় করে দেখাল যুবসমাজ । পুরো গাঙ্গিন গ্ৰামে চলল সাফাই অভিযান ।
সমাজসেবী কর্মী সিবেন্দু গোস্বামি জানান , গ্রামের প্রায় ঘরে ঘরে আবার ও ডেঙ্গু হানা দিয়েছে । কিন্তু স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ স্বাস্থ্য কর্মীরা বলছেন। অজানা জ্বর, আজানা জ্বর ? কালকে ওই গ্রামে আক্রান্ত পরিবারের অনেকের সঙ্গে কথা বলে, তাদের কথায় জানতে পারলাম যে, মেডিক্যাল রিপোর্ট আনুযায়ী উনারা ডেঙ্গু আক্রান্ত। তবু আজানা জ্বর।
সমাজসেবী কর্মী সিবেন্দু গোস্বামি জানান , গ্রামের প্রায় ঘরে ঘরে আবার ও ডেঙ্গু হানা দিয়েছে । কিন্তু স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ স্বাস্থ্য কর্মীরা বলছেন। অজানা জ্বর, আজানা জ্বর ? কালকে ওই গ্রামে আক্রান্ত পরিবারের অনেকের সঙ্গে কথা বলে, তাদের কথায় জানতে পারলাম যে, মেডিক্যাল রিপোর্ট আনুযায়ী উনারা ডেঙ্গু আক্রান্ত। তবু আজানা জ্বর।
সুতির এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত মালাকার জানালেন , আতঙ্কের কোন কারন নেই।গ্রামে স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। এলাকায় ব্লিচিং ও কেরোসিন তেল স্প্ৰে করা হয়েছে ।পরিস্হিতির ওপর সর্তক নজর রাখা হয়েছে।
সুতি এক নং ব্লকের গাঙ্গিন গ্রামের এর যুবসমাজকে ধন্যবাদ জানালেন গ্রামবাসী ।
Reviewed by Dhuliyan City
on
01:16
Rating:
Reviewed by Dhuliyan City
on
01:16
Rating:
