বৃষ্টি জল জমে রাস্তায় যাতায়াত করতে নাজেহাল গ্রামবাসী

DC প্রতিবেদক,ধুলিয়ান ৭ অক্টোবর :- বৃষ্টি জল জমে রাস্তায় যাতায়াত করতে নাজেহাল গ্রামবাসী । সামশেরগঞ্জ ব্লকের বোগদাদনগর অঞ্চলের প্রতাপগঞ্জ কলনী পাড়ার রাস্তার বেহাল অবস্থা । গ্রামবাসীরা জানালেন, পঞ্চায়েতে বারবার অভিযোগ জানালে, পঞ্চায়েতের আধিকারিকরা রাস্তা পরিদর্শন করতে আসেন ,পরিদর্শন করে  আধিকারিকরা জানান কিছু দিনের মধ্যে  সমস্যার সমাধানের আশ্বাস দেন। কয়েক মাস কেটে যাওয়ার ,পরেও রাস্তার অবস্থা কিছু বদলায়নি বলে জানাযায় ।    গ্রামবাসী লিটন শেখ জানান , সবাই এসে প্ৰতিশ্ৰুতি দিয়ে যাচ্ছে কিন্তু রাস্তা মেরামতের কাজ শুরু হচ্ছে না । বর্ষার জলে গ্রামের মানুষেরা প্রচুর অসুবিধার মধ্যে যাতায়াত করতে হয় ।  
বোগদাদনগর অঞ্চলের মেম্বার মমতাজ বিবি বলেন , রাস্তার মেরামতের জন্য পঞ্চায়েতে জানালে হলেও তাঁরা সঠিক সময়ে সঠিকভাবে ব্যাস্থা নেওয়া হয়না ।




বৃষ্টি জল জমে রাস্তায় যাতায়াত করতে নাজেহাল গ্রামবাসী বৃষ্টি জল জমে রাস্তায় যাতায়াত করতে নাজেহাল গ্রামবাসী Reviewed by Dhuliyan City on 09:33 Rating: 5
Powered by Blogger.