প্রতিবন্ধকতা কিছু না মোক্তারের কাছে

কমল মজুমদার , সুতি ১০ সেপ্টেম্বর : মুর্শিদাবাদের সুতির লক্ষ্মীপুরের ১৪বছরের মোক্তার সেখ আজ নবম শ্রেণীর ছাত্র ।জন্ম থেকেই প্রতিবন্ধী সে। জ্ঞান হতেই আর পাঁচটা ছেলের মত স্কুল যাওয়ার জেদ।চলাফেরা করতে পারে না এমনকী জামা কাপড় পরা থেকে খাবার খাওয়ানো ,শৌচালয়ে নিয়ে যাওয়া -আসা সবই করে দিতে হয় পরিবারের সদস্যদের। তবু এমন সন্তানের জেদের কাছে হার মেনেছেন বাবা মা।একরত্তি ছেলেকে কোলে করে বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে দিয়ে আসতেন মা সেফালী বিবি।দেখতে দেখতে সব প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে মোক্তার আজ নবম শ্রেণীর ছাত্র ।হাতে পেন ধরার ক্ষমতা নেই কিন্তু ইশ্বর মোক্তারকে প্রবল মানসিক শক্তি দিয়েছেন যার জন্য সে হাতের বদলে পা দিয়েই লিখে ফেলে সকল প্রশ্নের উত্তর ।স্কুল শিক্ষক থেকে প্রতিবেশীরা যখন এই প্রতিবন্ধী ছেলের প্রশংসা করে তখন গর্ববোধে চোখের জল ধরে রাখতে পারে না মোক্তারের বাবা মা।সেখ দম্পতির দুটি ছেলে তিনটি মেয়ে ।মোক্তার তাদের কনিষ্ঠ সন্তান ।বাবা ফানুসুর ও মা সেফালী বিবি বিড়ি বেঁধেখুব কষ্ট করে সংসার চালান।মোক্তারের ইচ্ছে ভাল রেজাল্ট করে সরকারি উচ্চ পদে চাকরি করবে সে।লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিলাস কুমার দাস জানান -‘প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মোক্তারের পড়াশোনার প্রতি ঝোঁক আমাদের মুগ্ধ করেছে ।” বাড়ির পাশে এক বেসরকারি স্কুলে পাঠরত সে।আর্থিক সংকটের কারণে স্কুল কর্তৃপক্ষ মেধাবী প্রতিবন্ধী মোক্তারকে বিনা পয়সায় পড়াশোনার সুযোগ করে দিয়েছে ।পড়শিরাও বলে ছেলেটার জেদ দেখে তারাও মুগ্ধ ।ওকে দেখে সব প্রতিবন্ধীরাও জীবনে কি ভাবে এগিয়ে যাতে হয় অনুপ্রেরণা পাবে।

সূত্রঃ ntvwb

প্রতিবন্ধকতা কিছু না মোক্তারের কাছে প্রতিবন্ধকতা কিছু না মোক্তারের কাছে

Reviewed by Dhuliyan City on 06:21 Rating: 5

No comments:

Powered by Blogger.